নিজস্ব প্রতিবেদন: বলিউডের সবথেকে বিতর্কিত তারকা হিসেবে পরিচিত অভিনেত্রী সানি লিওনি। প্রথম জীবনে নীল তারকা হিসেবে থাকায় বলিউডে তাঁর অভিনয় জীবন এককথায় সহজ ছিল না। পারিবারিক জীবনেও পরিবারের অসহায়তা পেয়েছেন তিনি। সত্যি বলতে গেলে একমাত্র বিয়ের পরেই প্রকৃত পরিবারের সমর্থন পেয়েছেন এই অভিনেত্রী। যেকোনো পরিস্থিতি হোক সর্বদা সানির পাশে থেকেছেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।
সম্প্রতি তাদের বিবাহ বার্ষিকী পালন করা হলো।এই বিবাহ বার্ষিকীতে স্ত্রী সানি লিওনিকে ড্যানিয়েল যা উপহার দিয়েছেন তা দেখলে আপনার চক্ষু চড়কগাছ হয়ে যাবে। অতিসম্প্রতি সানিলিওনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যাচ্ছে বিবাহ বার্ষিকীতে তার স্বামী ড্যানিয়েল তাকে একটি হিরের নেকলেস উপহার দিয়েছেন। এই নেকলেসটি পেয়ে রীতিমতো অভিভূত হয়ে পড়েছেন নায়িকা।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেকলেসটি পড়ে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে সানি লিখেছেন,”আমাদের বিবাহবার্ষিকীতে আমাকে হিরের নেকলেস উপহার দেওয়ার জন্য অজস্র ধন্যবাদ। এটা আমার কাছে স্বপ্ন পূরণ। ১০ বছরের বিবাহিত জীবন এবং ১৩ বছর একসঙ্গে রয়েছি আমরা। কে ভেবেছিল, যেমন স্বপ্ন দেখেছিলাম, একে অপরকে কথা দিয়েছিলাম, তেমনটাই জীবনই কাটাব! ভালবাসি তোমায়”।
View this post on Instagram
প্রসঙ্গত দীর্ঘদিন প্রেম সম্পর্কে আবদ্ধ থাকার পর ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ের সিদ্ধান্ত নেন সানি। এরপর দুজনের ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী ২০১৭ সালে নিশা বলে একটি কন্যাকে দত্তক নেন তারা। পরবর্তী সময়ে এই তারকা দম্পতির নোয়া এবং আসের নামক দুই যমজ পুত্র সন্তানের জন্ম হয়। বর্তমানে স্বামী এবং নিজের তিন সন্তানকে নিয়ে বেশ জমিয়ে সংসার করছেন সানি লিওনি।
View this post on Instagram
মাঝেমাঝেই সোশ্যাল মিডিয়ায় তাদের পরিবারের বিভিন্ন ছবি ভাইরাল হতে দেখা যায়।তবে কিছুদিন আগেই তার ওপর টাকা নিয়ে অনুষ্ঠান না করার জন্য প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছিল। যদিও বিশেষভাবে কোন প্রমাণ না থাকায় সেই ঘটনায় ছাড় পেয়ে যান অভিনেত্রী। বর্তমানে বিক্রম ভাট পরিচালিত একটি ওয়েব সিরিজের শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন সানি।
View this post on Instagram