








নিজস্ব প্রতিবেদন:-উৎসবের আমেজে প্রতিনিয়ত ভীড় জমতে থাকে সোনার দোকানে । উৎসব মানেই সোনার ব্যবহার থাকবে এমনটাই স্বাভাবিক ।পাশাপাশি অনেকেই বাড়িতে সোনার গয়না তৈরি করে রেখে দিতে পছন্দ করেন। যেহেতু এখন সোনার দাম ওঠানামা করছে তাই সেই সুযোগটি কাজে লাগাচ্ছে সাধারণ মানুষের । বিশেষজ্ঞদের মতে আগামী বছরের শেষ অব্দি সোনার দামের এরকম ওঠানামা হবে ।তবে সোনার দাম যতই থাকুক না কেন দোকানে ভিড় কিন্তু কোন রকম ভাবে কমানো যাচ্ছে না।




উৎসব হোক বা যে কোনো ছোটখাটো অনুষ্ঠান সোনার ব্যবহার আমরা প্রত্যেকে করে থাকি । তার পাশাপাশি মেয়েদের সোনার প্রতি একটা আলাদা আগ্রহ বা দুর্বলতা থেকে থাকে। একথা প্রত্যেকে আমরা জানি ।এমতাবস্থায় দাঁড়িয়ে বেশ কিছুদিন আগে সোনা প্রেমীদের কপালে দুশ্চিন্তার সৃষ্টি করেছিল। কারণ সেই মুহূর্তে সোনার দাম 50000 গণ্ডি পেরিয়ে গেছে। তবে থেকে এখন অনেকটা পরিমাণে কম দামে পাওয়া যাচ্ছে সোনা। যদি ওর উপর চিত্রটা কিছুটা হলেও আলাদা দাম কিছুটা বেড়েছে।।




মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এ সোনার দাম কমে প্রতি 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম আজকের দিনে দাঁড়িয়েছে 46,840 টাকায়। অন্যদিকে 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম আজকের দিনে দাঁড়িয়েছে 49,540 টাকায়। অন্যদিকে 70000 এর গণ্ডি থেকে অনেকটাই নিচে নেমে রুপোর দাম যেখানে গত সপ্তাহে 60 হাজার টাকায় দাঁড়িয়ে ছিল সেখানে আজকের দিনে কিছুটা দাম বেড়ে দাঁড়িয়েছে 61,600 টাকায়।











