








নিজস্ব প্রতিবেদন :-মানুষের মনে এমন আশঙ্কা ছিল যে শীতের আমেজ এবছর তেমন ভাবে উপভোগ করা হলো না ।কারণ পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের হাওয়া প্রবেশ করতে পারছিলোনা রাজ্যের বুকে । যার ফলে একাধিক সমস্যা দেখা যাচ্ছিল ।তার পাশাপাশি তাপমাত্রা ক্রমশ বেড়েই চলছিল ।তবে খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে বৃহস্পতিবার এমনকি শুক্রবার দিন থেকেই আকাশ ঝলমলে থাকবে বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ।




বিগত কয়েকদিন আগে চিন্তা করে দেখলেই এমনটা দেখা যাবে যে একাধিক জায়গাতে বৃষ্টিপাতের ঘটনা পরিলক্ষিত হয়েছে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ফলে কিন্তু অনেকের অনেক ধরনের অসুবিধা হয়েছে ।কারণ অসময়ে বৃষ্টি সাধারণত সমস্যা সৃষ্টি করে ।কিন্তু সম্প্রতি আলিপুর আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে যে বুধবার কেটে যাওয়ার পর বৃহস্পতিবার থেকে বিভিন্ন জেলাতে আকাশ ঝলমলে থাকবে এমনকি রোদের দেখা পাওয়া যাবে । স্বাভাবিক ভাবেই যার ফলে তাপমাত্রা আবার পুনরায় কমতে শুরু করবে।




অন্যদিকে তাপমাত্রার সবচেয়ে দেশি পতন লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেমন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রার পতন শুরু হবে বৃহস্পতিবার থেকেই। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রির কাছাকাছি। শুক্রবার এবং শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যে। রবিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ফের নেমে দাঁড়াবে ১০ ডিগ্রির নিচে।











