বলিউডের অন্যতম সেরা অভিনেতা ওমরেশ পুরীর মেয়ে কে চেনেন? রূপে টেক্কা দেবে যেকোনো বলিউড অভিনেত্রীকে! রইল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:-ইতিবাচক চরিত্রে অভিনয় করতে চাই’ প্রত্যেকে ।প্রত্যেকের কিন্তু সিনেমার হিরো বা নায়ক হতে চাই ।কিন্তু খলনায়কের চরিত্রে অভিনয় করেও যে জনপ্রিয়তা অর্জন করা যেতে পারে সেটি বদলে সবথেকে ভালো ভাবে বুঝিয়েছিলেন অমরেশ পুরী বলিউডের অভিনেতা একাধিক ছবিতে খলনায়কের চরিত্রে । অভিনয় করেছেন । তবে শুধুমাত্র হিন্দি নয় তার পাশাপাশি বাংলা তামিল তেলেগু ভাষাতেও কিন্তু একাধিক ছবিতে অভিনয় করেছেন এবং জয় করেছেন দর্শকদের মন।




‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘লোহা’, ‘কয়লা’, ‘কারাণ অর্জুন’, ‘নাগিন’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘নায়ক: দ্যা রিয়েল হিরো’, ‘গাদার: এক প্রেম কথা’র মতো একাধিক জনপ্রিয় ব্লকবাস্টার হিট ছবিতে অভিনয় করেছেন অমরেশ পুরী।সব মিলিয়ে প্রায় ৪০০’টির উপর ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০০৫ সালের ১২’ই জানুয়ারি তিনি চলে যান না ফেরার দেশে।




তবে আজ তাকে নিয়ে নয় বরং তার মেয়ের নম্রতা পুরি সম্পর্কে বলতে চলেছি যিনি পেশায় একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার ।সুযোগ সুবিধা থাকার পরও তিনি বলিউডে পা রাখেন নি বরং রঙিন পর্যায় থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে রেখেছেন । বর্তমানে তিনি তার ব্যবসার পাশাপাশি জমিয়ে সংসার করছেন নম্রতা ।তার ভাইয়ের নাম রাজীব পুরি।তবে অমরেশ পুরির কন্যা নম্রতা পুরী রূপে-গুণে টেক্কা দেয় তাবড় তাবড় বলিউড অভিনেত্রীদের। তিনি শিক্ষিত সুন্দরী। অভিনয় দুনিয়ায় পা না রাখলেও নিজের ফিটনেস নিয়ে খুবই সচেতন নম্রতা, তা তাকে দেখলেই স্পষ্ট হয়।











