








নিজস্ব প্রতিবেদন:এই মুহূর্তে ভারতের টেলিকম অপারেটর গুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে মুকেশ আম্বানির মালিকাধীন সংস্থা জিও। নিজের পরিষেবার মাধ্যমে প্রতিনিয়ত এই সংস্থা গ্রাহকদের মন জয় করে চলেছে। বর্তমানে দেশের প্রায় প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে জিও নেটওয়ার্ক।




মাত্র কয়েক বছরের মধ্যেই দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে প্রায় ছাড়িয়ে গিয়েছে জিও। ক্রমাগত এই সংস্থার তরফ থেকে গ্রাহকদের সুবিধার্থে নানান ধরনের নতুন অফার নিয়ে আসা হচ্ছে। যা খুব সহজেই আরও বেশিসংখ্যক গ্রাহক পরিষেবা সংযুক্ত করতে সাহায্য করছে।




সম্প্রতি জিও তার গ্রাহকদের জন্য একটি নতুন পরিষেবা নিয়ে এসেছে। এটি হলো ইন্টারনেট বা ডেটা ধার নেওয়ার পরিষেবা।Jio র এই পরিষেবার নাম দেওয়া হয়েছে jio emergency data voucher ।




অত্যন্ত প্রয়োজন থাকলে এই পরিষেবার মাধ্যমে যে কোনো গ্রাহক সংস্থার কাছ থেকে 2 জিবি পর্যন্ত ডাটা ধার নিতে পারবেন। এর জন্য গ্রাহককে পরবর্তীতে 25 টাকা দিতে হবে। মাই জিও অ্যাপ এর মাধ্যমে এই ধার নিতে পারবেন গ্রাহকরা এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই তারা ধার পরিশোধ করতে পারবেন।




এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসতেই পারে যদি কোন গ্রাহক এই ধার শোধ না করেন সেক্ষেত্রে কি করা হবে! প্রথমত এই ধার যদি গ্রাহক শোধ না করেন সেক্ষেত্রে দ্বিতীয়বার আর এই সুবিধা পাওয়া যাবে না।




আর দীর্ঘদিন পর্যন্ত এই টাকা শোধ না করে থাকলে ওই গ্রাহকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে জিওর সংস্থা। তাই যদি আপনিও জিওর গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এবার থেকে প্রয়োজন হলে খুব সহজেই সংস্থার তরফে দেওয়া এই নতুন পরিষেবার সুবিধা গ্রহণ করতে পারেন।











