বিয়েতে নীলকে কী কী উপহার দিলেন তৃনার বাবা? দেখলে চোখ কপালে উঠবে আপনারও, রইলো ভিডিও!

নিজস্ব প্রতিবেদন:-অবশেষে বাস্তব জীবনের সাথে মিলে গেছে ধারাবাহিকের জীবন ।
১০ বছর ধরে তারা প্রেমে লিপ্ত ছিলেন অর্থাৎ কলেজ জীবন থেকেই তৃণা এবং নীল একে অপরকে ভালবাসত । মাঝখানে ঘটে গিয়েছিল তাদের বিচ্ছেদ । তবে ২০১৭ সালে আবার সম্পর্কে জোড়া লাগে এবং থাইল্যান্ড এগিয়ে তারা সাথে সময় কাটিয়ে আসে । এরপর সব বাধা-বিপত্তি পেরিয়ে বিয়ের মন্ডপ অব্দি চলে এলো তাদের এই ভালোবাসা। এবং তাদের এই ভালোবাসাকে আশীর্বাদ জানাতে তাদের বিয়ের মন্ডপে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন-‘পাঁচ মাস পূর্ণ করলো রাজশ্রীর পুত্র’,নতুন ছবি ভাইরাল হলো ইউভানের।
আপনাদের মধ্যে অনেকেরই হয়তো জানতে ইচ্ছে করছে যে নীল এবং তৃনা সাহার বিয়েতে তৃণার বাবা নতুন জামাইকে কি কি উপহার দিলেন ? কারণ আমরা এর আগের একটি ভিডিওতে দেখেছিলাম যে নীলের বাবা তৃণা সাহা কে অনেক কিছু উপহার দিয়েছেন তাদের বিয়েতে । এমনকি নতুন নতুন আসবাবপত্র দামি গাড়ি থেকে শুরু করে সোনার গয়না কোন কিছুতেই খামতি রাখেনি নীলের বাবা । তবে শুধুমাত্র নীলের বাবা নয় তার পাশাপাশি তৃণার বাবাও দুহাত ভরে দিয়েছে নীলকে।
তৃণার বাবা নীলকে দিয়েছেন একটি সোনার আংটি যেটি দেখতে অত্যন্ত আকর্ষণীয় এবং এই আংটির দাম অত্যন্ত বেশি । এ অংশটি কেনা হয়েছে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড থেকে । প্রসঙ্গত উল্লেখ্য বিয়ের যাবতীয় গয়না কেনা হয়েছে সেনকো গোল্ড এর থেকে । পাশাপাশি নীল কে দিয়েছে একটি সোনার ব্রেসলেট এবং সোনার চেন ও একটি ঘড়ি সেট এবং একটি পারফিউমের সেট সব মিলিয়ে সোনা দিয়ে দিয়েছে নতুন জামাইকে তৃণার বাবা এমনটা বলা যেতেই পারে ।