পরনে লাল-হলুদ শাড়ি, গালে আবীর মেখে ‘বসন্ত এসে গেছে’ গানে অসাধারণ নাচলেন ‘লক্ষ্মী কাকিমা’ অপরাজিতা আঢ্য! মুহূর্তে ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:ছোটপর্দা থেকে শুরু করে বড় পর্দার সব জায়গাতেই জমিয়ে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। সম্প্রতি জি বাংলায় সম্প্রচারিত “লক্ষ্মীকাকিমা সুপারস্টারে”র মাধ্যমে ছোটপর্দায় ফেরত এসেছেন এই অভিনেত্রী। প্রসঙ্গত অপরাজিতার সোশ্যাল মিডিয়ায় ভক্ত সংখ্যা কম নয়।




অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের ফটোশুট এবং নাচের ভিডিও শেয়ার করতেও অত্যন্ত ভালোবাসেন তিনি। সম্প্রতি আবারও একটি অসাধারন নাচের ভিডিও ভক্তদের উদ্দেশ্যে উপহার দিয়েছেন অভিনেত্রী। ফলোয়ার সংখ্যার দরুন মুহুর্তেই তা নেট মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।




সম্প্রতি ভাইরাল হাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা খুব সুন্দরভাবে বসন্ত এসে গেছে গানটি গায়ছেন আর তার সাথেই অপরাজিতা আরো অন্য দুটি মহিলার সঙ্গে দুর্দান্তভাবে নাচে মেতে উঠেছেন। হলুদ শাড়ি পড়ে আসন্ন দোল উৎসবে মেতে উঠেছেন তারা। মাথায় বাঁধার চুল গালে আবির..রঙের উৎসবে রঙিন তারা। বসন্ত উৎসব উপলক্ষে তাদের এই ভিডিওটি মুহূর্তেই নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়েছে।




নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই এই ভিডিওটি শেয়ার করেছেন অপরাজিত আঢ্য। ইতিমধ্যেই প্রায় 50 হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখে নিয়েছেন। যদি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে চাইলে আপনারাও দেখে আসতে পারেন এই ভিডিওটি। বিস্তারিত জানতে আমাদের পরবর্তী প্রতিবেদন গুলির উপর নজর রাখতে থাকুন।
— Bengal News Media (@media_bengal) March 20, 2022











