পরনে শাড়ি,পিঠ খোলা স্লিভলেস ব্লাউজ! ‘টিপ টিপ বরষা পানি’ গানে উষ্ণ নাচ উত্তমকুমারের নাত-বৌ দেবলীনার! তুমুল ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন জনপ্রিয় নৃত্য শিল্পী হলেন মহানায়ক উত্তম কুমারের
নাতবধূ দেবলীনা কুমার। মাঝেসাজেই সোশ্যাল মিডিয়ায় নিজের নানান ধরনের নাচের ভিডিও শেয়ার করে থাকেন তিনি। মূলত ক্লাসিক্যাল ডান্সার হলেও সব ধরনের নাচেই সমানভাবে পারদর্শিতা রয়েছে তার। সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হলো দেবলীনার আরো একটি নাচের ভিডিও। নেট মাধ্যমে তার ফলোয়ার সংখ্যা কম নয়। ইতিমধ্যেই তার শেয়ার করা ভিডিওটি চরম ভাইরাল হয়ে গিয়েছে।




দেবলিনার শেয়ার করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে সাদা কমলা শিফন শাড়ি, সঙ্গে বিকিনি কাট পিঠ খোলা ব্লাউজ, খোলা চুল এবং মানানসই মেকআপ এর সাথে বলিউডের জনপ্রিয় গান “টিপ টিপ বর্ষা পানি” তে কোমর দুলিয়েছেন দেবলীনা।অসাধারণ কায়দায় তার এই নাচ দেখে অবাক হয়ে গিয়েছেন তার অনুরাগীরা।




যদিও সোশ্যাল মিডিয়ায় মাঝেসাজেই নিজের পোশাকের কারণে কটাক্ষের মুখে পড়ে থাকেন তিনি। তবে নেটিজেনদের এসব মন্তব্য যে তিনি একেবারেই গায়ে মাখেন না তার পোস্ট দেখলেই স্পষ্ট বোঝা যায়। দেবলীনার এই পোস্টটিতে ইতিমধ্যেই বেশ কিছু নেতিবাচক মন্তব্য করেছেন অনেকে।যদিও অনেকেই তার নাচের ভূয়সী প্রশংসা করতে মগ্ন হয়েছেন। তাহলে আপনার ওই ভিডিওটি দেখে আসতে পারেন।
— Bengal News Media (@media_bengal) January 25, 2022











