








নিজস্ব প্রতিবেদন:টলিউডের একজন প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম কোয়েল মল্লিক। 2003 সালে নাটের গুরু চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবার অভিনয় জগতে পদার্পণ করেন তিনি। এই ছবিতে অভিনেতা জিৎ এর বিপরীতে কাজ করেছিলেন কোয়েল। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একাধিক সুপারহিট চলচ্চিত্রে দেখা গিয়েছে তাকে। সম্প্রতি 2020 সালে করোনা আবহেই সন্তান কবিরকে জন্ম দেন অভিনেত্রী। তারপর কিছুদিন অভিনয় জগৎ থেকে দূরেই ছিলেন নায়িকা।কিন্তু সম্প্রতি তার একটি ভাইরাল হওয়া ভিডিও দর্শকদের মনে নানান প্রশ্ন সৃষ্টি করেছে।




সম্প্রতি নেট মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে হলুদ পোশাকের মধ্যে অভিনেত্রী কোয়েল মল্লিকের বেবি বাম্প স্পষ্ট হয়ে উঠেছে।যা দেখে স্বাভাবিকভাবে অনুরাগীদের মনে প্রশ্ন উঠেছে যে তবে কি শেষ পর্যন্ত হবার দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন কোয়েল ? যদিও জানা যাচ্ছে এটি একটি ছবির শুটিং এর দৃশ্য।। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কল্পবিজ্ঞানের গল্পের উপর ভিত্তি করে এই চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে।




ছবির নাম ‘বনি’। এই ছবিতে কোয়েলের অভিনীত চরিত্রের নাম প্রতিভা এবং তার বিপরীতে প্রবাসী বাঙালি সব্যসাচীর চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিতে তাদের সন্তান একজন প্রতিবন্ধী বা বিকলাঙ্গ গোষ্ঠীর। প্রধানত আর পাঁচটা বাচ্চার থেকে আলাদা। তাকে কেন্দ্র করেই গল্প কেন্দ্রীভূত হয়ে উঠেছে। গতবছর দুর্গাপূজার সময় এই জনপ্রিয় ছবিটি মুক্তি পেয়েছিল।কোয়েল এবং পরমব্রতর জুটি বেশ নজর কেড়েছিল দর্শকদের।
— Bengal News Media (@media_bengal) January 25, 2022











