নতুন বছরে FD করতে চাইছেন? জেনে নিন কোন ব্যাংক দিচ্ছে সব থেকে বেশি সুদ! রইল তালিকাসহ বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন :-সারা জীবনের অর্থ উপার্জন করার পাশাপাশি মানুষ কিন্তু ভাবে তাদের সঞ্চিত অর্থ এমন একটা জায়গায় বিনিয়োগ করতে চাই যেখানে ভবিষ্যতে মোটা অংকের টাকা রিটার্ন হিসেবে তারা ফেরত পেতে পারে । আজও বিনিয়োগকারীদের জন্য একটি সুরক্ষিত বিনিয়োগের জায়গা হচ্ছে ফিক্স ডিপোজিট । ইতিমধ্যে প্রতিটি ব্যাংক ফিক্স ডিপোজিট এর ব্যবস্থা চালু করেছে ।




কিন্তু ফিক্স ডিপোজিট করার আগে বিশেষ কিছু নজরদারি আপনাকে রাখা দরকার। কোন ব্যাংকে কত বছরের জন্য বেশি পরিমাণে সুযোগ দিচ্ছে সেটা আপনার নখ দর্পণে থাকা উচিত তাহলে হয়তো আপনি আপনার সঞ্চিত অর্থ কোন ভুল জায়গায় রাখবেন না ।এক নজরে দেখে নিন কোন ব্যাংক কত বছরের জন্য কত শতাংশ সুদ দিচ্ছে আজকের এই প্রতিবেদনে এমন পাঁচটি ব্যাংক এর কথা বলছি যাদের ফিক্স ডিপোজিটের সুদের হার অন্যান্য ব্যাংকের তুলনায় সবথেকে বেশি ।




এক বছরের জন্য ফিক্স ডিপোজিট:-
৬ শতাংশ সুদ দিচ্ছে IndusInd Bank।




RBL Bank সুদ দিচ্ছে ৬ শতাংশ হারে।
DCB Bank ৫ দশমিক ৫৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।




Bandhan Bank ৫.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে
IDFC First Bank ৫.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।




তিন বছরের জন্য ফিক্স ডিপোজিট:-
RBL Bank ৬.৩০ শতাংশ সুদের হার অফার করছে।




Bandhan Bank ২৫ শতাংশ সুদের হার অফার করছে।
IndusInd Bank দিচ্ছে ৬ শতাংশ সুদ।




DCB Bank ৫.৯৫ শতাংশ সুদ দিচ্ছে।
IDFC First Bank দিচ্ছে ৫.৭৫ শতাংশ হারে সুদ।




পাঁচ বছরের জন্য ফিক্স ডিপোজিট:-
RBL ব্যাঙ্কে ৬.৩০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।




IDFC ফার্স্ট ব্যাঙ্কে ৬ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।
IndusInd Bank সুদ পাবে ৬ শতাংশ হারে।




DCB Bank ৫.৯৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।
Axis Bank ৫.৭৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।











