ভয়াবহ কান্ডের ভিডিও ফুটেজ ভাইরাল। মুম্বইয়ের পার্কিং লটে গর্তে ঢুকে গেল চারচাকা গাড়ি।

নিজস্ব প্রতিবেদন: গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হয়ে চলেছে মুম্বাইয়ের বুকে। ভারতে বর্ষার প্রবেশ ঘটেছে আগেই। আর কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ের বেশ কিছু জায়গায় ধ্বসের ঘটনা ঘটেছে।
এছাড়াও অনেক জায়গাতেই জল দাঁড়িয়ে গিয়েছে। এরকমই একটি ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের কোন একটি জায়গায়।
আরও পড়ুন-করোনা ভ্যাকসিন নিয়ে শরীরে উদয় হলো চৌম্বক শক্তির। আটকে যাচ্ছে ধাতব পদার্থ।
একটি পার্কিং লটে এই দৃশ্যটি ধরা পড়েছে। দেখা গিয়েছে একটি পার্কিং লটে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর সেই গাড়ির পাশেই একটি বড়ো ফাটল বা গর্তের সৃষ্টি হয়েছে।
পার্কিং করতে গিয়ে সেই গর্তে ঢুকে গিয়েছে একটি ছোটো চারচাকা গাড়ি। আর গর্তে গাড়িটি পড়তেই আস্তে আস্তে তা পুরোটাই ঢুকে গিয়েছে গর্তের মধ্যে। এই কান্ড দেখে নেটিজেনরা রীতিমতো আঁতকে উঠেছেন।
আরও পড়ুন-১৭৩ রকমের দেশলাই বাক্স সংগ্রহ করে বিশ্বরেকর্ড করলো দেগঙ্গার ছাত্র।
সকলেই অনুমান করতে পারছেন যে ওই গর্তের গভীরতা কতটা হতে পারে। ধ্বস নেমেই জল জমে ওই গর্ত আরো গভীর হয়ে উঠেছে বলে অনুমান করা হচ্ছে। তবে এই ঘটনায় এখনো কোনো প্রাণহানি ঘটেছে কি না তা জানা যায়নি।