
নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশের মাটিতে অন্ন যোজনার গ্রাহকদের সাথে আজ পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আলোচনায় তিনি উত্তর প্রদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেছেন । সেইসাথে বিরোধীদের প্রতি কড়া আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্প্রতি তিনি অলিম্পিকে পদক জয়ী খেলোয়াড়দের প্রসঙ্গ উদ্ধৃত করে বলেছেন, “সারাদেশের কাছে এক গৌরবময় মুহূর্তর সৃষ্টি হয়েছে। আমাদের দেশের খেলোয়াড়রা অলিম্পিকে একের পর এক পদক জিতেছে। কিন্তু সেই সমস্ত কিছু নিয়ে বিরোধীদের কোন ভ্রুক্ষেপ নেই।
আরও পড়ুন-“বিজেপি শাসিত রাজ্য গুলি বেশি টিকা পাচ্ছে।”- প্রধানমন্ত্রীকে অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রী
তারা আত্মঘাতী গোল করতে উদগ্রীব হয়ে রয়েছে। আগে দেখা গিয়েছে দেশের পক্ষে কোনো বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হলে বিরোধীরা সরকারের সাথে একজোট হয়ে সঙ্কটজনক পরিস্থিতির মোকাবিলা করতো। কিন্তু বর্তমানে তারা দেশের বিপদে সরকারের পাশে দাঁড়ায় না। “
আরও পড়ুন-পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলেন প্রশান্ত কিশোর।
এছাড়াও প্রধানমন্ত্রী কাশ্মীর থেকে ৩৭০ ধারার অবলুপ্তি এবং রাম মন্দিরের প্রতিষ্ঠার বিষয়েও যথেষ্ট উৎসাহমূলক কথা বলেছেন। তিনি আজ ৫ ই আগস্টের দিনটির উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন।