নিজস্ব প্রতিবেদন: সারাদেশে আবার সন্ত্রাসের জাল বিস্তার করতে শুরু করেছে করোনা ভাইরাস । দ্বিতীয় পর্যায়ের ঢেউ আছড়ে পড়েছে ভারতের বুকে । মহারাষ্ট্রের অবস্থা সবথেকে খারাপ, এছাড়াও পশ্চিমবঙ্গ সহ ভারতের বৃহৎ কিছু রাজ্যে চোখ রাঙাচ্ছে করোনা।
দিল্লি সরকার নাইট কার্ফু জারি করেছে , মহারাষ্ট্রে আগামী ১৫ দিনের জন্য শুরু হয়ে গিয়েছে লকডাউন। সারা ভারতের মধ্যে এখনো পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৮ লক্ষ ৭৩ হাজার ৮২৫ জন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭২ হাজার ১১৫ জনের। সুস্থ্য হয়েছেন ১ কোটি ২৩ লক্ষ ৩৬ হাজার ৩৬ জনের।দেশব্যাপী ভ্যাক্সিন দেওয়া চালু হয়েছে। কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড টীকা দেওয়া চালু রয়েছে।
এছাড়াও রাশিয়ার তৈরি ভ্যাকসিনও খুব শীঘ্রই আসতে চলেছে ভারতের বুকে।জানা গিয়েছে করোনায় আক্রান্ত হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সাথে করো না পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে অখিলেশ যাদবেরও। একুশের ভোট প্রচারে কয়েকদিন আগে পর্যন্ত বাংলায় এসেছেন যোগী আদিত্যনাথ। তাই তার সংস্পর্শে যারা যারা এসেছিলেন তাদের অবশ্যই কোভিড টেস্ট করার পরামর্শ দিয়েছেন যোগী আদিত্যনাথ।বর্তমানে সেলফ্ আইসোলেশনে রয়েছেন যোগী আদিত্যনাথ।
शुरुआती लक्षण दिखने पर मैंने कोविड की जांच कराई और मेरी रिपोर्ट पॉजिटिव आई है।
मैं सेल्फ आइसोलेशन में हूं और चिकित्सकों के परामर्श का पूर्णतः पालन कर रहा हूं। सभी कार्य वर्चुअली संपादित कर रहा हूं।
— Yogi Adityanath (@myogiadityanath) April 14, 2021
अभी-अभी मेरी कोरोना टेस्ट की रिपोर्ट पॉज़िटिव आई है। मैंने अपने आपको सबसे अलग कर लिया है व घर पर ही उपचार शुरू हो गया है।
पिछले कुछ दिनों में जो लोग मेरे संपर्क में आये हैं, उन सबसे विनम्र आग्रह है कि वो भी जाँच करा लें। उन सभी से कुछ दिनों तक आइसोलेशन में रहने की विनती भी है।
— Akhilesh Yadav (@yadavakhilesh) April 14, 2021