ইউটিউবারের বিলাসবহুল গাড়িতে উঠে চমকে গেলেন ভুবন কাকু! ঝড়ের বেগে ভাইরাল হল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:ইন্টারনেট জগৎ বড়ই অদ্ভুত। প্রতিমুহূর্তে এখানে মানুষের জীবন পরিবর্তিত হতে থাকে। সোশ্যাল মিডিয়া মানেই ভাইরাল ভিডিওর রমরমা। এখানে ভাইরাল ভিডিও গুলি নিমেষেই মানুষের জীবন পরিবর্তিত করে দিতে পারে। ঠিক যেমনটা ঘটেছে বাদাম কাকু ভুবন বাদ্যকরের ক্ষেত্রে।




খুব অল্প সময়ের মধ্যেই নিজের কাচা বাদাম গান দিয়ে নেট নাগরিকদের মন জয় করে নিয়েছেন তিনি। টলিউড থেকে শুরু করে বলিউড সবাই এখন মেতে উঠেছে এই কাঁচা বাদামের গানের তালে।




ট্রেন্ডিং এই গানের স্রষ্টা হিসেবে বর্তমানে ভুবন বাবু রীতিমতো সেলিব্রিটি।এমনকি দিন কয়েক আগে বোলপুরের এক রিসর্টে তিনি স্পষ্ট জানিয়ে ছিলেন তিনি এখন সেলিব্রিটি হয়ে গিয়েছেন তাই আর বাদাম বিক্রি করবেন না।




সম্প্রতি দিন কয়েক আগেই একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছেন ভুবন বাবু। এই গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন তিনি।সম্প্রতি ‘মনোজ দে ভ্লগজ্’এর একটি ব্লগ ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে মনোজ নামের একজন ইউটিউবার ভুবন বাদ্যকর করে সঙ্গে দেখা করতে গিয়েছে।




মনোজের কথায় ভুবন বাবু নিজের ট্যালেন্টেড প্রাপ্য সম্মান এবং অর্থ কোনটাই পাইনি। তাই নিজেই ভুবন বাবুর জন্য একটি সোশ্যাল মিডিয়ায় চ্যানেল খুলে দিয়ে এসেছে। যাতে এখানে ভুবন বাবু সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিভা তুলে ধরতে পারেন।




পাশাপাশি এদিন মনোজ বাবু গাড়িতে বসে ভুবন বাবু অবাক হয়ে যায় তার গাড়ি টাটা হ্যারিয়ার দেখে। একেবারে মুগ্ধ হয়েছেন ভুবন বাবু। উপরের দিকে প্যানোরমিক সানরূফ দেখে অবাক হয়ে যায় সে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই গোটা ঘটনার একটি ভিডিও আমরা দেখতে পাচ্ছি। চাইলে আপনারাও দেখে নিতে পারেন সেই ভাইরাল ভিডিও।বিস্তারিত জানতে আমাদের পরবর্তী প্রতিবেদন গুলির উপর নজর রাখতে থাকুন।











