বাড়ির ছাদে টুকটুকে লাল শাড়ি পরে জনপ্রিয় হিন্দি গানে দুর্দান্ত নাচলেন যুবতী! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন :-এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া । সোশ্যাল মিডিয়া হাত ধরে বিভিন্ন স্তরের মানুষের মাঝে মধ্যে উঠে আসে খবরের শিরোনামে। কখনো গান কখনো আবৃতি কখনো অভিনয় আবার কখনো বা নাচের মাধ্যমে। যেকোনো শিল্প শিল্পীর আত্মপ্রকাশের পথ হয়ে ওঠে।




সেটি গান হতে পারে বা নাচ হতে পারে বা যেকোনো কিছু হতে পারে । তবে নাচের কথা বলতে গেলে বলতে হয় যে নাচ এমন এক ধরণের শিল্প যা মনের পাশাপাশি শরীরকে সুস্থ স্বাভাবিক রাখে ।এই নাচ কে ঘিরে বর্তমান প্রজন্ম গড়ে উঠেছে অনেক তরুণ-তরুণী স্বপ্ন । তবে এমন বেশ কিছু ধরনের নাচ থেকে থাকে যা বাকি সবার থেকে আলাদা হয় এবং মুহূর্তের মধ্যে নজর কাড়ে জনতাদের।




ঠিক সেরকমই একটি নাচের কথা আমি আপনাদের সামনে এই মুহূর্তে বলতে চলেছি যা দখল করেছে নেটদুনিয়া জনতাদের নজর। পাশাপাশি সেই যুবতীর নাচ একাধিকবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ।ঈশিকা আসি নামক ইনস্টাগ্রাম একাউন্ট প্রায় 83 লাখ এর মতন। তার ফলোয়ার্স সংখ্যা রয়েছে সম্প্রতি তার একটি নাচ পুনরায় ভাইরাল হল।




সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল।হয়েছে সেখানে তাকে “ধারকান” এর জনপ্রিয় গান “দিল তো পেয়ার মাঙ্গা হে”তে নাচ করতে দেখা গেল। লাল রঙের শিফন শাড়ির সাথে ব্ল্যাক স্লিভলেস ব্লাউজ এবং খোলা চুলে তার শরীরী হিল্লোল শিহরণ জাগালো নেটিজেনদের মনে।




তার এমন আবেদনময়ী রুপে নৃত্য পরিবেশন উষ্ণতার পারদ চড়ালো এই শীতের আমেজে। “আকসার ইজ দুনিয়া মে” এর মত যুগান্তকারী গানের সাথে তার এমন দুর্দান্ত পারফরম্যান্স মন কেড়েছে সকলেরই।
— Bengal News Media (@media_bengal) January 20, 2022











