
নিজস্ব প্রতিবেদন: একুশের ভোটে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে স্লোগানকে সারা রাজ্যের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছিলেন। এই স্লোগান রাজ্যের প্রায় প্রতিটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পর্যুদস্ত হয়েছে বিজেপি। বাংলায় দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা বারবার যাতায়াত করেও কিছুতেই মুখ্যমন্ত্রীর আসন ছিনিয়ে নিতে সক্ষম হয়নি।
নির্বাচনে জয়লাভের পরেই সারা দেশজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খেলা হবে স্লোগান জনপ্রিয় হয়ে উঠেছে। আগামী ১৬ ই আগস্ট তৃণমূল কংগ্রেস সারা রাজ্য জুড়ে খেলা হবে দিবসের সূচনা করতে চলেছে। এবার পশ্চিমবঙ্গে এই খেলা হবে দিবস পালনের পাশাপাশি প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতেও খেলা হবে দিবস পালন করতে তৎপর হয়েছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি ত্রিপুরার মাটিতে বিজেপির দ্বারা আক্রান্ত হয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্তরা।
আরও পড়ুন-খোয়াই থানায় ধরনা’র ঘটনায় অভিষেক সহ ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো ত্রিপুরা পুলিশ
এই ঘটনায় রাজ্য রাজনীতিতে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। এই ঘটনায় আবার নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুনাল ঘোষ সহ পাঁচজন তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ত্রিপুরার খোয়াই থানার পুলিশ । তৃণমূল জানিয়েছে আগামী ১৬ ই আগস্ট আবার ত্রিপুরার মাটিতে রওনা হবেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তরা। ত্রিপুরায় আগামী ১৬ ই আগস্ট এই খেলা হবে দিবস পালনের জন্য জোর কদমে প্রস্তুতি পর্বের সূত্রপাত হয়ে গিয়েছে।
ত্রিপুরার তৃণমূল সংগঠন এই কর্মসূচি পালন করতে বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে, আগামী ১৬ ই আগস্ট ত্রিপুরার মাটিতে খেলা হবে দিবসের আনুষ্ঠানিক সূচনায় অংশগ্রহণ করবেন, তৃণমূলের যুব নেতা এবং নেত্রীবৃন্দ। ত্রিপুরার আগামী ২০২৩ এর বিধানসভা ভোটে বাংলার মতোই দূর্দান্ত ফলাফল করতে আশাবাদী রয়েছে তৃণমূল।