নিজস্ব প্রতিবেদন: আজকে শেষবেলার প্রচার সেরে নিচ্ছিলেন বরানগরের বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্র। আলমবাজার গোপাললাল রোডে আজ বাইক র্যালি করছিলেন পার্নো মিত্র। আগামী ১৭ ই এপ্রিল বরানগরে পঞ্চম দফার ভোটগ্রহণ হতে চলেছে। এবারের ভোটে প্রথম থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী পার্নো মিত্র ।তিনি বলেছেন, “আজকে ধামাকা করবো। আজ যতটা পারি ততটা আমরা সময়ের সদ্ব্যবহার করব। আমরা এবার র্যালি শুরু করব ।
গতকাল অমিত শাহ এসে খুব সুন্দর বক্তৃতা দিয়েছেন , আমাদের বলে গিয়েছেন যে ধৈর্য্য ধরো। প্রথম দিনের থেকে আমার আত্মবিশ্বাস ২০০% তে চলে এসেছে। সকলের ভালোবাসা পাচ্ছি।”বরানগরের আলমবাজার থেকে এই র্যালি শুরু হয়েছে বলে জানা গিয়েছিলো। এদিকে হঠাৎই ছন্দপতন। পার্নো মিত্র এর বাইক র্যালিতে ধুন্ধুমার কান্ড।
সংঘর্ষ বেঁধে গিয়েছে তৃণমূল কর্মী সমর্থক এবং বিজেপি সমর্থকদের মধ্যে। রণক্ষেত্র হয়ে উঠেছে বরানগরের ওই এলাকা । পার্নো মিত্রের রোড শো’তে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এছাড়াও বিজেপি প্রার্থী পার্নো মিত্র কে হেনস্থা করার অভিযোগ উঠেছে।ঘটনাস্থল থেকে পার্নো মিত্র বলেছেন, “পনেরো কুড়ি দিন ধরে গো ব্যাক গো ব্যাক বলে যাচ্ছে, রাতের বেলা এসে আমাদের ছেলেদের ধমকাচ্ছে, বলা হচ্ছে দু তারিখে বলি দেবে। আমাদের শান্তিপূর্ণ ভাবে র্যালি হচ্ছিলো। সেখানে হামলা চালানো হয়েছে।”