প্রেমিকা অরুনীতার জন্মদিনে নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির পবনদীপ! আরও একবার সকলকে মুগ্ধ করলো সুপারহিট এই জুটি! রইল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:-বর্তমানে নেট দুনিয়াতে জনপ্রিয় জুটি হচ্ছে পবন এবং অরুনিতা । ইন্ডিয়ান আইডলের সুবাদে গোটা ভারতবর্ষে এখন পরিচিতি মুখ হচ্ছে তারা । অসম্ভব সুন্দর কন্ঠ দিয়ে বারবার জয় করেছে লক্ষ লক্ষ দর্শকের মন । হিমাচল প্রদেশের বাসিন্দা পবন এবং অরুনিতা পশ্চিমবঙ্গের বাসিন্দা । কিন্তু বাংলা থেকে উঠে গিয়ে বলিউডের মঞ্চ কাপানো মোটেও চারটি খানি কথা ছিল না ।




কিন্তু তবুও সে অসাধ্যকে সাধন করেছে অরুনিতা ।যার ফলে বিজয়ী না হলেও জনপ্রিয়তার নিরিখে কিন্তু অনেকখানি এগিয়ে রয়েছে অরুনিতা ।যদিও তাদের কেমিস্ট্রি সম্পর্কে অনেকেই এ কথা জানেন এবং নেট দুনিয়াতে প্রকাশিত হওয়া যাবতীয় ঘটনা বা ভিডিও তেমনই ইঙ্গিত দেয় ।কিন্তু তবুও অরুনিতা এবং পবন নিজের মুখে সেটা এখনো পর্যন্ত স্বীকার করেনি ।




তবে অমুরিতার ল জন্মদিনে সেই প্রশ্ন আরো একবার মাথাচাড়া দিয়ে উঠল । সত্যিই কি পবন আর অরুনিতা খুব ভালো বন্ধু নাকি তাদের মধ্যে রয়েছে কোন সম্পর্ক সে প্রশ্ন পুনরায় জেগে উঠল অনুরাগীদের মনে।ইন্ডিয়ান আইডলের সুবাদে খ্যাতনামা অরুনিতা কাঞ্জিলাল এর জন্মদিন ছিল গতকাল অর্থাৎ মঙ্গলবার দিন তাই নিজের প্রিয় বান্ধবীর জন্মদিন ভুলে যায়নি পবন ।




ঘটা করে ঠিক রাত বারোটায় নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ।পাশাপাশি মঙ্গলবার দিন সকালে তাদের নতুন গান ফুরসৎ এর স্টুডিও ভার্সন এর প্রকাশিত করেছে পবন ।সেখানে তাদেরকে একই ফ্রেমে গান করতে দেখা যাচ্ছে তাদের । 21 সে জানুয়ারি সম্পূর্ণ গানটি শুভমুক্তি হবে বলে তারা জানিয়েছে । অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা রত কবে তাদেরকে আবার এক ফ্রেমে গান করতে দেখা যাবে ।
— Bengal News Media (@media_bengal) January 20, 2022











