এবারে ভাইরাল ‘কাঁচা বাদাম’ গানে দুর্দান্ত নেচে সকলের নজর কাড়লো খুদে কন্যা! মুহূর্তে ভাইরাল হল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন অনেক দৃশ্য দেখতে পাই যা আপাতদৃষ্টিতে সহজে খালি চোখে দেখা যায় না। বর্তমানে নেট মাধ্যম মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। শিশু থেকে শুরু করে বয়স্ক সকলেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে আজকাল যুক্ত হয়ে পড়েছেন।




সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তৃতীয় বিশ্বের দেশগুলোতে নেট মাধ্যমের ব্যবহারকারীর সংখ্যা ক্রমশই বৃদ্ধি পেয়ে চলেছে। যেমন বিগত বেশ কয়েকদিন ধরেই ফেসবুক এবং ইন্সট্রাগ্রাম গুলিতে ভাইরাল ভিডিওর সংখ্যা বাড়ছে।প্রধানত লাইক এবং কমেন্ট সংখ্যার উপর ভিত্তি করেই কোন ভিডিও বা ফটো কতটা ভাইরাল হয়েছে তা নির্ধারণ করা হয়।




সম্প্রতি নেট মাধ্যমে একটি শিশুর ভিডিও বেশ ভাইরাল হয়ে উঠেছে। প্রসঙ্গত বর্তমান প্রজন্মের শিশুরা অনেকটাই অ্যাডভান্স।তারাও এখন টিভি বা মোবাইল দেখে নানা রকম নাচ আয়ত্তে করে নেয় সহজে। আর তাদের এই প্রতিভাকে কেবল ঘরে দেওয়ালে বন্দী থাকেনা সোশ্যাল মিডিয়ার দৌলতে নিজের প্রতিভা সর্বসম্মুখে নিয়ে আসতে পারে তারা।




প্রতিনিয়ত ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো প্লাটফর্ম গুলিতে চোখ রাখলেই এই ধরনের শিশুদের অনেক ভিডিওই আপনারা দেখতে পারবেন। বর্তমানে ইন্সটাগ্রাম এর দরুন অত্যন্ত জনপ্রিয় বিভিন্ন রিল ভিডিও। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সকলেই আজকাল এই রিল ভিডিও বানাতে ব্যস্ত থাকেন।




এরকমই একটি ভাইরাল ভিডিও তে আমরা দেখতে পাচ্ছি বলিউডের জনপ্রিয় গানের তালে নাচ করে চলেছে একটি খুদে নেপালি কন্যা।নেপালি থেকে হিন্দি একের পর এক গানে নাচ ও অভিনয় করে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার সেন্সেশন হয়ে উঠেছে এই নেপালি কন্যা সামিরা থামা। এমনকি দিন কয়েক আগে ভুবন বাদ্যকর এর গাওয়া ট্রেন্ডিং সং কাঁচা বাদামেও নাচ করতে দেখা গিয়েছে এই শিশুটিকে।




শিশুটির নিজস্ব ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি বানানোর সময় এই খুদের পরনে ছিল সাদা হলুদ হট প্যান্ট ও হলুদ রঙের একটি টপ।




বেশ কয়েকটি ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে তার ভিডিও। ভিডিওটি প্রায় 10 লক্ষের কাছাকাছি মানুষ দেখেছেন এবং প্রায় পাঁচ লাখের কাছাকাছি মানুষ এটিকে পছন্দ করেছেন।যদি প্রতিবেদনটি আপনাদেরও ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না।
— Bengal News Media (@media_bengal) March 19, 2022











