1 ফেব্রুয়ারি থেকে বদলে যাচ্ছে SBI সহ একাধিক ব্যাংকের এই নিয়ম! না জানলেই পড়বেন বিপত্তিতে! রইল বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন :-সারাটা দিন এর মধ্যে কোন না কোন সময় আমাদের ব্যাংকের সাথে জড়িয়ে পড়তে হয় আর্থিক লেনদেনের কারণে হোক বা অন্য যেকোন বিষয়ের সাহায্যের জন্য হোক ব্যাংকের দ্বারস্থ কিন্তু আমাদেরকে হতেই হয় । একাধিক নিয়ম পরিবর্তিত হয়েছে বর্তমান সময়ে ।




তবে সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাঙ্ক অফ বরোদা তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যার মাধ্যমে জানাচ্ছে যে পয়লা ফেব্রুয়ারি থেকে তাদের অভ্যন্তরীণ কিছু নিয়মের পরিবর্তন ঘটতে চলেছে এক নজরে দেখে নিন সেই নিয়ম গুলি কি কি।




ব্যাঙ্ক অফ বরোদা:-ব্যাঙ্ক অফ বরোদা কেকের উপর আর্থিক লেনদেন করাতে কিছু রদবদল ঘটিয়েছে ।সূত্র অনুসারে এমনটা জানা যাচ্ছে যে আগামী 11 ই ফেব্রুয়ারি থেকে চেকের মাধ্যমে আর্থিক লেনদেন করলে সেই চেকের কনফার্মেশন থাকা বাধ্যতামূলক ।অর্থাৎ যদি কনফার্মেশন না থাকে তাহলে কিন্তু সেই চেক ফিরিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে ।




স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া:-যদি আপনি SBI গ্রাহক হন, তবে টাকা ট্রান্সফার করা এখন থেকে বেশি ব্যয় সাপেক্ষ হতে চলেছে। SBI ওয়েবসাইটে উল্লেখ হয়েছে, ব্যাঙ্ক 1 ফেব্রুয়ারি, 2022 থেকে IMPS লেনদেনে 2 লাখ থেকে 5 লাখ টাকার একটি নতুন স্ল্যাব যুক্ত করেছে। অর্থাৎ 2 লাখ থেকে 5 লাখ টাকার মধ্যে ব্যাঙ্কের শাখায় গিয়ে IMPS-এর মাধ্যমে টাকা পাঠানোর চার্জ 20 টাকা+GST হতে চলেছে।




পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক :-পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর তরফ থেকে জানানো হয়েছে যে কোনো গ্রাহকের ডেভিড একাউন্টে যদি টাকা না থেকে থাকে এবং তার জন্য যদি কোন ইএমআই পূরণ করতে না পারে তাহলে তাঁর ফাইন সেই গ্রাহক কে দিতে হবে । এর আগে এই ফাইন এর মূল্য ছিল 100 টাকা বর্তমানে এই ফাইলে মূল্য করা হয়েছে আড়াইশো টাকা।











