








নিজস্ব প্রতিবেদন :-বাজারে একাধিক বৈদ্যুতিক চালিত গাড়ির আবির্ভাব ঘটেছে মূলত বর্তমান সময়ের পেট্রোল এবং ডিজেলের দাম এর উপর লক্ষ্য রেখেই একাধিকবার নির্মাণ কোম্পানিগুলি ইলেকট্রিক বাইক বা গাড়ি প্রস্তুত করে চলেছে যাতে মানুষজন কিছুটা হলেও সূরাহা পায় । এই মত অবস্থায় দাঁড়িয়ে অনেকেই বৈদ্যুতিক চালিত গাড়ি কেনার পক্ষপাতিত্ব করছেন ।




তবে সম্প্রতি একটি বাইক প্রকাশিত হয়েছে যার ফিচারস শুনলে আপনি রীতিমত অবাক হয়ে যাবেন ।একবার সিঙ্গেল চার্জে বাইকটি প্রায় আড়াইশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে।এই বাইকটির গঠন এবং ডিজাইন অনেকটা বাজাজ অ্যাভেঞ্জার এর মতন ।তবে এই বাইকটি অ্যাভেঞ্জার নয় ।এই বাইকের নাম হচ্ছে ক্রুজার । একবার চার্জ দিলে আড়াইশো কিলোমিটার পথ অতিক্রম করতে পারে ।




আধুনিক ফিচারসহ এই বাইকটিতে রয়েছে ব্লুটুথ কানেকশন । তার পাশাপাশি রয়েছে ইন্ডিকেটর এবং গোল একটি পাওয়ারফুল হেডলাইট ।সাধারণত অন্যান্য ইলেকট্রনিক বাইক গু-লি থেকে এটি অনেকটাই এগিয়ে এবং এটির মডেলেও যথেষ্ট নতুনত্ব আছে, যা টেক্কা দিতে পারে বাজাজ অ্যাভেঞ্জারকে।




বাইকটির মধ্যে আছে ৫,০০০ ওয়াটের মোটর যা এটির পাওয়ার জেনারেট করতে সক্ষম। এছাড়া কোম্পানি থেকে বলা হচ্ছে বাইকটিতে 4kwh ব্যাটারি থাকবে। যেহেতু বাইকটি সিঙ্গেল চার্জে আড়াইশো কিলোমিটার রান করবে সেক্ষেত্রে বারবার চার্জ দেবার কোন প্রয়োজন পড়বে না। ফলে ইলেকট্রিক খরচ কম পড়বে। এই বাইক বাজারে এলে বাইকপ্রেমীদের বাইক চালাতে গেলে পেট্রোলের কথা আর চিন্তা করতে হবে না।











