নিজস্ব প্রতিবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির জয়যাত্রাকে বাস্তবায়িত করার যাবতীয় দ্বায়িত্ব এই দুজনই তুলে নিয়েছেন নিজেদের কাঁধে। পরপর বাংলার বুকে জনসভা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। এখনো চারটি দফার নির্বাচন বাকি রয়েছে। নবান্নের একচ্ছত্র আধিপত্য তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিতে রীতিমতো সম্মুখসমরে তৃণমূলের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে বিজেপি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মাটিতে একের পর এক জনসভা করে চলেছেন। তেমনি নিরলস পরিশ্রম করে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।লেবং এর জনসভা থেকে তিনি বলেছেন, “এনআরসি ইস্যুতে গোর্খাদের ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। এনআরসির বিষয়ে এখন কোনো কথাই হয়নি, আর যদি ভবিষ্যতে হয় তাহলে গোর্খাদের কেউ এখান থেকে হঠাতে পারবে না।
আরও পড়ুন-বাড়ছে করোনা সংক্রমণ। মহারাষ্ট্রে ১৫ দিনের জন্য জারি ১৪৪ ধারা
কেউ যদি আপনাদের ভয় দেখাতে আসে তাহলে আমার নাম নিয়ে বলবেন গৃহ মন্ত্রী বলেছেন গোর্খাদের ভয় না করতে। আমি এই মঞ্চ থেকে দিদির উদ্দেশ্যে বলছি যে দিদি এই নোংরা রাজনীতি চলবে না। কোনো গোর্খা কখনো অনুপ্রবেশকারী হতে পারে না। এই ভূমি যতটা আমার ততটাই আপনারও। আপনাদের এখান থেকে কেউ বের করে দিতে পারবে না। তৃণমূল কংগ্রেসের প্ররোচনায় পা দেবেন না।”স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিজেপি মিথ্যার রাজনীতি করছে, আসামে কি হয়েছে তা সবাই দেখছে।”