অন্ধকার হতেই জালে ধরা পড়া বিশাল সাপটির পুরো শরীর চকচক করছিল! তুমুল ভাইরাল হলো ভিডিও!









নিজস্ব প্রতিবেদন:সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের আশেপাশে এমন অনেক ধরনের ভিডিও ভাইরাল হতে থাকে যে গুলি সাধারণত আপাতদৃষ্টিতে খালি চোখে দেখা যায় না। সাধারণ মানুষ থেকে শুরু করে জীবজন্তু সবকিছুর ভিডিওই এখানে আমরা দেখতে পাই।




পূর্ববর্তী সময়ে স্মার্টফোনের ব্যবহার সহজলভ্য না হওয়ার কারণে সোশ্যাল মিডিয়ার ব্যবহার এতটা প্রচলিত ছিল না। কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথেই এটি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গিয়েছে।আজকাল ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার সময় পর্যন্ত মানুষের সঙ্গী হয়ে রয়েছে নেট মাধ্যম।




ইন্টারনেট জগতে সাপ সংক্রান্ত যেকোন ভিডিও অত্যন্ত দ্রুতগতিতে জনপ্রিয়তা অর্জন করে। আজকাল অনেকেই তাই দর্শকদের জন্য এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। যেমন আমরা সাম্প্রতিক একটি ভিডিওতে দেখতে পাচ্ছি। ভিডিওটি দেখলে যে কোন মানুষ অবাক হবেন তাতে কোন সন্দেহ নেই।




ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে এক যুবককে যিনি সাপ উদ্ধারের কাজ করে থাকেন। তাকে একটি কেউটে সাপ পাওয়ার খবর দেওয়া হলে তিনি নির্ধারিত জায়গায় সেটিকে উদ্ধার করতে উপস্থিত হন। দেখা যায় সাপটি একটি জলাশয় এর মধ্যে ডুবে থাকা জালে আটকে ছিল।




রাতের অন্ধকারে সাপটির শরীর রীতিমতো চকচক করতে দেখা যায়।ওই অবস্থাতেই অত্যন্ত দক্ষতা সহকারে সাপ টিকে উদ্ধার করেন সমিরন বারিক নামের ওই যুবক। দেখেই বোঝা যায় এইসব কাজে অত্যন্ত দক্ষ তিনি।




এরপর উপস্থিত ব্যক্তিদের তিনি এই সাপ সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। জানা যায় এটি ছিল কেউটে সাপ। সাপেদের মধ্যে এটি অত্যন্ত বিষধর প্রজাতি। এর বিষের ধরন সাধারণত নিউরোটক্সিক প্রকৃতির।




এই যুবকের সমিরন বারিক নামের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখান থেকেই এই উদ্ধারের ভিডিওটি আপলোড করেছেন তিনি। তাই বেশ কয়েক মাস আগে শেয়ার করা হলেও ভিডিওটি নেটিজেনদের মধ্যে বিশাল জনপ্রিয়তা অর্জন করেছে।




প্রায় চারশ চার হাজার মানুষ এই ভিডিওটিকে দেখেছেন এবং ছয় হাজারের কাছাকাছি মানুষ ভিডিওটিকে পছন্দ করেছেন। কমেন্ট বক্সে সকলেই সমিরন বারিকের কাজের অত্যন্ত প্রশংসা করেছেন।











