
নিজস্ব প্রতিবেদন:-বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সারা রাজ্য জুড়ে চলছে বিজেপির পরিবর্তন যাত্রা।
Advertisement
বিজেপির অভিযোগ অনুযায়ী, পরিবর্তন যাত্রার রথ মানকরে ঢোকার আগেই বিজেপির পতাকা এবং তোরণ পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায়।এই ঘটনা প্রসঙ্গে পূর্ব বর্ধমানের বিজেপি জেলা সভাপতি রমন শর্মা বলেন,”আমাদের পরিবর্তন যাত্রার রথ আসবে তার জন্য ফ্লেক্স, পতাকা লাগানো হয়, ভয় পেয়ে তৃণমূলের লোকেরা এসব করেছে “।
Advertisement
আরও পড়ুন-এবার করোনা প্রতিরোধে যোগগুরু রামদেবের করোনিল ট্যাবলেট!৭ দিনেই সেরে যাবে করোনা সংক্রমণ। জানুন কিভাবে?
বিজেপির অভিযোগকে অসঙ্গত দাবি করে গলসি ১ পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা ও সহ সভাপতি অনুপ চট্টোপাধ্যায় বলেন,”আমাদের দিদির নামে লাগানো ফ্লেক্স ওরা ছিঁড়ে দিয়েছে, পুলিশকে বলেছি তদন্ত করে দেখতে, এটা বিজেপির সংস্কৃতি “।
Advertisement
One Comment