
নিজস্ব প্রতিবেদন: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন যে মুর্শিদাবাদে অবশ্যই গড়ে উঠবে করোনা হাসপাতাল। সেইমতো প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি পালন করেছেন। খুব শীঘ্রই বহরমপুর এবং কল্যাণীতে গড়ে উঠতে চলেছে ৫০০ বেড বিশিষ্ট করোনা হাসপাতাল। এই কাজের বরাত পেয়েছে ডিআরডিও।
জানা গিয়েছে মুর্শিদাবাদের একটি হাসপাতালে অভিযোগ উঠেছিলো যে মানুষ নিজেই নিজের সোয়াব নমুনা সংগ্রহ করছেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। এই ঘটনার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন যে অবিলম্বে ডিআরডিওকে কাজের বরাত দিয়ে মুর্শিদাবাদের বুকে একটি কোভিড হাসপাতাল চালু করা হোক।
আরও পড়ুন-বাঁকুড়ার মাটিতে কোভিড কেয়ার ইউনিট চালু করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
সিবিআই এর ডিরেক্টর নির্বাচনের দিন প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত হয়েছিলেন অধীর চৌধুরী। সেখানেও তিনি প্রধানমন্ত্রীর কাছে কোভিড হাসপাতাল গড়ে তোলার দাবী জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীও তাকে আশ্বাস দিয়েছিলেন যে খুব শীঘ্রই মুর্শিদাবাদে কোভিড হাসপাতাল চালু হবে।অবশেষে প্রধানমন্ত্রী তাঁর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ডিআরডিওর গ্রুপ ক্যাপ্টেন এর নেতৃত্বে কোভিড হাসপাতাল গঠন করানোর কাজ শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন-“বিজেপিতে যোগদান করেননি শিশির অধিকারী”- মন্তব্য দিলীপ ঘোষের।
তবে বহরমপুরের প্রশাসন জানিয়েছে যে ১০০০ বেডের কোভিড হাসপাতাল গড়ে তোলার মতো যথেষ্ট জায়গা নেই। তাই ডিআরডিও সিদ্ধান্ত নিয়েছে যে ২৫০ টি বেডের কোভিড হাসপাতাল গড়ে তোলা হবে বহরমপুরে এবং বাকি ২৫০ টি বেডের কোভিড হাসপাতাল গড়ে তোলা হবে কল্যাণীর বুকে। ডিআরডিও অতি দ্রুততার সাথে এই কোভিড হাসপাতাল তৈরির কাজ চালু করে দিয়েছে।