দাম বাড়লো সোনার,পাল্লা দিচ্ছে রূপোও!কতটা মূল্যবৃদ্ধি ঘটল আজ? জেনে নিন বিস্তারিত।

নিজস্ব প্রতিবেদন:-বিশ্ব বাজারের সঙ্গে পাল্লা দিয়ে আবারও ফের এদিন কিছুটা বাড়লো সোনার দাম। সম্প্রতি করোনা ভ্যাকসিন থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যেকার সম্পর্কের প্রভাবও পড়তে চলেছে হলুদ ধাতুর দামের উপর।সুতরাং আগামী কয়েক দিন এই দামের হেরফের যে বেশ লক্ষ্য করা যাবে তা বোঝাই যাচ্ছে।
এদিন ১০ গ্রাম সোনার দাম নয়াদিল্লিতে বেড়েছে ৩৬ টাকা।অর্থাৎ ১৯ গ্রাম পিছু সোনার দাম দাঁড়িয়েছে প্রায় ৪৭,৫০৯ টাকা।সোনার পাশাপাশি পাল্লা দিয়ে সমানতালে বেড়েছে রুপোর দামও।প্রায় ৪৫৮ টাকা দাম বেড়ে ৬৯,০৩০ টাকায় দাড়িয়েছে রুপোর দাম। তবে এই দাম আরো বাড়তে পারে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন-‘ছাত্র-ছাত্রীদের করোনা হলে দায়ী নয় স্কুল’;জানালো একাধিক স্কুল কর্তৃপক্ষ, ক্ষুব্ধ অভিভাবকরা।
উল্লেখ্য গত কয়েক দিন ধরেই সোনা এবং রুপোর দাম এর বৃদ্ধি এবং পতন লক্ষ্য করা গিয়েছে।মঙ্গলবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.৪ শতাংশ কমে হয়েছিল ৪৮,০৩৮ টাকা।অপরদিকে রুপোর ক্ষেত্রে ০.২ শতাংশ বেড়ে দাম ছিল ৭০,২২৯ টাকা।
One Comment