মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে কমলো রান্নার তেলে দাম! নতুন পদক্ষেপ গ্রহণ কেন্দ্রের! জানুন বিস্তারিত।









নিজস্ব প্রতিবেদন:-প্রতিনিয়ত রান্নার গ্যাসের দামতার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া. সেই তালিকায় নাম রয়েছে রান্নার তেলের নাম । প্রতিনিয়ত বাড়তে থাকায় রান্নার তেলের মূল্য বৃদ্ধিতে রীতিমতো নাজেহাল অবস্থা সাধারণ মানুষের । তবে এবার রান্নার তেলের দাম নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার । সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের উপর সামঞ্জস্য রেখে এই দাম নির্ধারণ করা হয়েছে।




বিগত কয়েক দিন ধরে যে হারে বেড়ে চলেছে রানার তেলের দাম তাতে চিন্তিত হয়ে পড়েছিল দেশবাসী তবে পরিসংখ্যান অনুযায়ী এমনটা জানা যাচ্ছে যে আদানি, রুচি সংস্থা গুলি ইতিমধ্যে 15 টাকা থেকে 20 টাকা দাম কমিয়েছে ।এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত সংস্থাগুলি রান্নার তেলের দাম কমিয়েছে সেই সংস্থাগুলি হল জেমিনি এডিবলস অ্যান্ড ফ্যাটস ইন্ডিয়া হায়দরাবাদ, মোদি ন্যাচারালস দিল্লি, গোকূল রি-ফয়েল অ্যান্ড সাল্ভেট, বিজয় সাল্ঙভেক্স, গোকূল অ্যাগ্রো রিসোর্সেজ এবং এনকে প্রোটিন্স।




উপভোক্তা মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, আগে বাদাম তেলের গড় খুচরো দাম ১৮০ টাকা প্রতি কেজি, সর্ষের তেলের গড় দাম ১৮৪.৫৯ টাকা প্রতি কেজি, সোয়া তেলের গড় দাম ১৪৮.৮৫ টাকা প্রতি কেজি, সূর্যমুখী তেলের গড় দাম ১৬২.৪ টাকা প্রতি কেজি এবং পাম তেলের গড় দাম ছিল প্রতি কেজি ১২৮.৫ টাকা।পরিসংখ্যানে দেখানো হয়েছে এই সকল রান্নার তেলের ক্ষেত্রে বর্তমানে দাম কমেছে ৪ থেকে ২০ টাকা প্রতি কেজিতে। বাদাম তেল, সরষে তেলের ক্ষেত্রে প্রতি কেজিতে দাম কমেছে ২ টাকা থেকে ৩ টাকা। অন্যদিকে সোয়া তেল এবং সূর্যমুখী তেলের ক্ষেত্রে প্রতি কেজিতে দাম কমেছে ৭ টাকা থেকে ৮ টাকা।











