স্রোতযুক্ত নদীতে ঝাঁপ দিয়ে ছোট্ট হরিণ শাবককে বাঁচালো পোষ্য কুকুর! সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:-সারাদিনের কর্মব্যস্ততার ফলে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি তখন মানসিক অবসাদ দূর করার জন্য আমরা চোখ রাখি সোশ্যাল মিডিয়াতে । এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে প্রতিনিয়ত একাধিক জিনিসপত্র উপহার দিচ্ছে নিশ্চিত ভাবে । দেশ-বিদেশে ঘটে যাওয়া একাধিক ঘটনা কিন্তু আমরা জানতে পারি বাড়ির মধ্যে বসে এবং তার মধ্যে কিছু কিছু ঘটনা এমন হয় যা সত্যি চিরকালীন মনে রাখার মতন সম্প্রতি সেই চিত্র দেখা গেল এবার এই ভিডিওতে।




সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবে ।সেখানে দেখা গেছে একটি কুকুরের সহানুভূতিশীল এর দৃশ্য ।একদম ঠিক শুনেছেন । বাড়ির মধ্যে আমরা অনেকেই কুকুর পুষে রাখি অত্যন্ত বিশ্বস্ত হয় এরা । তার পাশাপাশি সময় কাটানোর জন্য অত্যন্ত উপযোগী একটি প্রাণী ।এমনকি চিকিৎসকেরা মানসিক অবসাদ কমানোর জন্য বাড়িতে কুকুর পুষে রাখার পরামর্শ দিয়ে থাকেন অনেক সময় ।




সেই কুকুরের বাচ্চা একটি হরিণ শাবকের প্রাণ বাঁচালো নিজের প্রাণ কে বিপন্ন রেখে ।জলের স্রোতে ভেসে চলে যাওয়া এক হরিণ শাবককে রক্ষা করছে একটি পোষ্য কুকুর।ওই পোষ্য কুকুরের মালিক নিজে ওই ভিডিও রেকর্ড করে তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা খুব সহজেই মন জয় করে নিয়েছে সকলের। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, নদীর জলের তীব্র স্রোতে ভেসে যাচ্ছে একটি হরিণ শাবক।




তা দেখে তৎক্ষণাৎ জলে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে সেই হরিণ শাবকটিকে মুখে করে পারে নিয়ে এসে তার জীবন বাঁচায় কুকুরটি।হরিণ শাবকটি অসহায় ভাবে একপ্রকার কাঁদছিল। সেটিকে পারে নিয়ে আসার পর কুকুরটির মালিক শাবকটিকে হাত দিয়ে ধরে গাড়িতে তুলে দেন। কিছু মধ্যে সেই ভিডিওটি প্রায় 1 লক্ষেরও বেশি দর্শক দেখে ফেলেছে
— Bengal News Media (@media_bengal) January 23, 2022











