নিজস্ব প্রতিবেদন: অভিনেত্রী নুসরাত জাহানের সাথে বিগত বেশ কিছুদিন ধরেই সম্পর্কের গুঞ্জন উঠেছে যশ দাশগুপ্তর। যদিও ভোটের প্রচার চলাকালীন সময়ে তিনি সাফ জানিয়েছিলেন, নুসরাতের সাথে তার কোনো রকমের সম্পর্ক নেই।দিন কয়েক আগেই নিজের ইনস্টাগ্রাম পোস্টে নিজের বিয়ে কে অস্বীকার করেছেন নুসরাত।
হিন্দু—মুসলিম বিশেষ বিবাহ আইন অনুযায়ী এই বিয়ের কোনোরকম রেজিস্ট্রেশন করা হয়নি,তাই এটি বৈধ নয়,এমনটাই জানিয়েছেন নায়িকা।এই পরিস্থিতিতে যশ দাশগুপ্তর সাথে তার সম্পর্কের জল্পনা আরো বেড়ে গিয়েছে তার কারণ অন্তঃসত্ত্বা রয়েছেন অভিনেত্রী।যদিও এ কথা মানতে নারাজ যশ দাশগুপ্ত।
আরও পড়ুন-শ্রাবন্তীর নতুন সম্পর্ক প্রকাশ্যে আসার পর বিশ্বাস ভাঙলো রোশনের!
এরইমধ্যে এত সমালোচনা এর মাঝেও নিজেকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছেন অভিনেতা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে বার্তা দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে যশ লিখেছেন,”নিজের চোখে ভাল হওয়া যথেষ্ট… এমনকি শয়তানের চোখে ঈশ্বরও ভালো নন…”।
View this post on Instagram