গালওয়ান সংঘর্ষে নিহত ৫ চিনা সৈনিকদের নাম প্রকাশ;প্রদান করা হবে বিশেষ সম্মান!

নিজস্ব প্রতিবেদন:-প্রায় আট মাস কেটে যাওয়ার পর গালওয়ান সংঘর্ষে নিহত সৈনিকদের নাম প্রকাশ জিংপিং সরকার। উল্লেখ্য গত বছরের জুন মাসে গালওয়ান উপত্যকার প্যাট্রলিং পয়েন্ট ১৪-র কাছে সাত ঘণ্টার রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল ভারতীয় এবং চিনা সৈনিকদের মধ্যে। ভারতের থেকে চীনের সৈন্য সংখ্যা সেই মুহূর্তে ছিল অনেক বেশি।
তাও এই অসম লড়াই চালিয়ে যায় ভারতীয় সেনা।এই ঘটনায় প্রায় ২০ জন ভারতীয় সৈনিক শহীদ হন। আন্দাজ থাকলেও চীনা সৈনিকের হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি তখন।কিন্তু শেষমেষ চীনের এক সংবাদ মাধ্যমের উল্লিখিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে,চিনের ভূখণ্ডে চলে আসা’ ‘বিদেশি বাহিনী’র সঙ্গে ‘রক্তক্ষয়ী যুদ্ধে কুই ফাবাও,চেন হঙ্গজুন, চেন শিয়াগ্রং, শিয়াও সিইউয়ান এবং ওয়াং জাইরানের মৃত্যু হয়েছিল (অপরিবর্তিত)।
আরও পড়ুন-নবান্ন দখলের লড়াইতে ১১০টি আসনের দায়িত্বে বহিরাগত কেন্দ্রীয় নেতারা, রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
এমনকি এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ওই মৃত সৈনিকদের উপযুক্ত মর্যাদা দিয়ে প্রাপ্য সম্মান প্রদান করা হয়েছে। পাশাপাশি নিহত পাঁচ সেনার কথা স্বীকার করে চীনের এক স্থানীয় সংবাদপত্র দাবি করেছে, এই সংঘর্ষের জন্য দায়ী শুধুমাত্র ভারতীয় সেনারা। কারন তারাই নাকি প্রথমে হামলা চালায়। কিন্তু এখনো পর্যন্ত মোট কতজন নিহত হয়েছিলেন এই সংঘর্ষে তা নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে।