








নিজস্ব প্রতিবেদন:আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারেও ক্রমাগত তার প্রভাব পড়ছে। বর্তমানে দেশের বেশিরভাগ বাজারে ই ভোজ্যতেলের দাম আকাশছোঁয়া। তবে জানা যাচ্ছে গত শনিবার থেকেই ধীরে ধীরে সোয়াবিন তেল, সিওপি এবং পাম তেলের দাম অনেকটাই কমতে চলেছে।




পাশাপাশি বাজারে নতুন সরষে বীজের আমদানি বাড়তে পারে। যার প্রভাব পড়বে সরষের তেলের দাম এর উপরেও। অতএব মধ্যবিত্ত সাধারন জনগনের জন্য এটাই সবথেকে বড় সুখবর যে হেঁশেলের জিনিসপত্রের পাশাপাশি ভোজ্যতেলের দামেও আসতে চলেছে বড়োসড়ো পরিবর্তন।




প্রসঙ্গত শিকাগো এক্সচেঞ্জ তেল ও তৈলবীজ এর বাজার অত্যন্ত মজবুত চলছে।পাশাপাশি বিদেশের বাজারে সর্ষের দাম বৃদ্ধির কারণে নতুন সরষে ওঠার পরেও তেলের দাম সস্তা হতে চলেছে।




নতুন সরষে ওঠার পর মাত্র কয়েক দিনের মধ্যেই তেলের দাম ছিল প্রতি কুইন্টাল 5 থেকে 7 টাকা পর্যন্ত সস্তা হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তেলের দামের উত্থান-পতন প্রভাব ফেলবে অন্যান্য দৈনন্দিন জিনিসপত্রের উপরেও।




আপাতত বাজারে সর্ষের কুইন্টাল প্রতি দাম 8275 থেকে 8300 টাকা। অন্যদিকে বাদামের দাম 6126 টাকা থেকে 6220 টাকা পর্যন্ত বেড়েছে। সেই পরিপ্রেক্ষিতেই সরষের তেল 16580 টাকা প্রতি কুইন্টাল, পাক্বী ঘানির তেল 2445 টাকা থেকে 2490 টাকা।




অন্যদিকে সয়াবিন তেলের মিল পর্যন্ত ডেলিভারি 14 হাজার 550 টাকা প্রতি কুইন্টাল।সয়াবিনের বীজ 7050 টাকা থেকে 7 হাজার 100 টাকা প্রতি কুইন্টাল। খুচরো সোয়াবিন 6800 টাকা থেকে 6965 টাকা দরে বিকোচ্ছে।











