








নিজস্ব প্রতিবেদন :-নভেম্বর মাসে শুরুর সাথে আমরা দেখেছিলাম যে শীতের আমেজ বাধা পেয়েছে নিম্নচাপের জন্য ।বর্ষার আগমন নিম্নচাপের হাত ধরে হলেও তার প্রভাব কেটে গিয়ে ছিল বেশ কিছুদিন আগে । কিন্তু শীতকাল শুরু হতে না হতেই পুনরায় নিম্নচাপের প্রভাব দেখা যাচ্ছে একাধিক জায়গাতে। যার জন্য রাজ্যের শীত বাধাপ্রাপ্ত হচ্ছে প্রতিনিয়ত। তেমন ভাবে ঠান্ডা অনুভব করতে পারছেনা রাজ্যবাসী। তবে এবার জাঁকিয়ে শীত পড়তে চলেছে বলে অনুমান আবহাওয়াবিদের।




এই আবহের মধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে যা ক্রমশ অন্ধপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলের দিকে এগিয়ে আসবে। যার ফলে ডিসেম্বরের শুরুতেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, এবং সেইসাথে আন্দামান সাগরে প্রবল বৃষ্টি হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি প্রচুর উত্তরে হাওয়া প্রবেশ করার জন্য কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা ব্যাপক মাত্রায় ঘটবে বলে জানা যাচ্ছে তবে সপ্তাহের শেষে বা ডিসেম্বরের শুরুতে কলকাতা সহ একাধিক জেলাতে বৃষ্টি ঘটনা পরিলক্ষিত হবে।




তবে নিম্নচাপ কেটে যেতেই আবার বাংলায় জাঁকিয়ে শীত পড়বে বলে জানা গিয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় 24 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে তাপমাত্রা।নভেম্বর মাসের অন্তিম লগ্নে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাত দেখা দেবে লাদাখ, জম্মু-কাশ্মীর, মুজফফরপুর এবং উত্তর-পশ্চিম ভারতের বেশকিছু রাজ্যে । রাজ্যবাসীকে যা সম্পূর্ণ শীতের আমেজ উপভোগ করতে গেলে এখনও পর্যন্ত বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।











