জলের মধ্যে 5 দিন ধরে আটকে ছিল বিশাল সাপটি! আতঙ্কিত গোটা একলা! ব্যাপক ভাইরাল হল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:ইন্টারনেট জগতের সাহায্যে আমরা এমন অনেক জিনিস দেখতে পাই যা আপাতদৃষ্টিতে সহজে খালি চোখে কখনোই দেখা সম্ভব নয়। বর্তমান সময়ে নেট মাধ্যম মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। সকল বয়সের মানুষ আজ নেট মাধ্যমের বাসিন্দা।




সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তৃতীয় বিশ্বের দেশগুলোতে ইন্টারনেট জগতের ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে।বিগত বেশ কিছুদিন ধরেই ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো প্লাটফর্ম গুলিতে ভাইরাল ভিডিওর সংখ্যা বাড়ছে। প্রধানত লাইক এবং কমেন্ট সংখ্যার উপর ভিত্তি করে কোন ভিডিও বা ফটো কতটা ভাইরাল হয়েছে তা নির্ধারণ করা হয়। দিন কয়েক আগে নেট মাধ্যমে একটি সাপের ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে।




ভাইরাল ভিডিওটি দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছেন দর্শকেরা। ভিডিওতে দেখা যাচ্ছে একটি জলাশয় এর মধ্যে থাকার জালে প্রায় দিন পাঁচেক ধরে একটি সাপ আটকে গিয়েছে। প্রথমে সাপটিকে স্থানীয় বাসিন্দারা দেখতে পান।এর পরেই এটি কে উদ্ধার করার জন্য সমিরন বারিক নামের যুবককে খবর দেওয়া হয়।




তিনি এসে অনেক কষ্টে সাপটিকে উদ্ধার করে বের করে আনেন। জানা যায় এটি ছিল কেউটে সাপ। অত্যন্ত বিষধর এই সাপটির একটি ছোবলেই মানুষের মৃত্যু হতে পারে। তাই কোন রকম প্রশিক্ষণ ছাড়া এ ধরনের উদ্ধারকার্যে অংশগ্রহণ করা উচিত নয়।




সমিরন বারিক এর ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটি বেশকিছুদিনের পুরনো। তবে ভিডিওতে সমিরন বারিক এর কাজ দেখে সকলেই তাঁর প্রশংসা করেছেন।




প্রায় ত্রিশ হাজারের কাছাকাছি মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন।যদি আপনাদেরও এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে ভুলবেন না।দর্শকদের সুবিধার্থে ভিডিওটি প্রতিবেদনের সাথেই সংযুক্ত করা হলো।











