রান্নাঘরে গ্যাস জ্বালাতেই ওভেনের নিচ থেকে বেরিয়ে এলো বিশাল কোবরা সাপ! ঘটলো চরম বি-প-ত্তি! মুহূর্তে ভাইরাল ভিডিও।

নিজস্ব প্রতিবেদন:-সাপের নাম শুনলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে আমরা প্রত্যেকেই কারণ সব অত্যন্ত বিশাল একটি সরিসৃপ প্রানী জাগে পৃথিবীর কমবেশি প্রত্যেক মানুষ ভ-য় পায় । সাপের একটি ছো-ব-লে শেষ হয়ে যেতে পারে একটি জলজ্যান্ত জীবন । তাই সাধারণ সাপকে অনেকে এড়িয়ে চলে । কিন্তু এমন এক ধরনের ঘটনা দেখা গেল যেটি শুনলে আপনি অবাক তো হবেনই তার সাথে সাথে বিস্মিতও হবেন।
।
সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও প্রকাশিত হয়েছে এবং বলাবাহুল্য মোটামুটি ভালো রকম ভাবে ভাইরাল হয়েছে । সেখানে একটি বাড়ির রান্না ঘরে লুকিয়ে ছিল একটি বি-ষ-ধ-র সাপ । এবং তারা তাদের স্থানীয় এক সাপুড়ে কে খবর দেয় । ঘটনাস্থলে পৌঁছায় সাপুরে এবং তিনি গিয়ে দেখে সেটি অত্যন্ত বি-ষ-ধ-র সাপ যার নাম কোবরা ।
বিভিন্ন ধরনের জাত হয় তবে এটি নাকি সব থেকে বেশি ভ-য়-ঙ্ক-র বলে চিহ্নিত করেন ওই সাপুড়ে । এর পাশাপাশি বাড়ির লোকের সাথে সাথে তার অধিকাংশ লোক ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল । কারণ এই ধরনের সাপ অত্যন্ত উগ্র মেজাজের হয়ে থাকে । যেকোনো সময় ছো-ব-ল মারতে পারে যে কাউকে আর একবার ছো-ব-ল মা-র-লে জীবন শেষ ।
।
সেই সাপুড়ে কে অসম্ভব ভাবে তারা করে আসছিল সেই কোবরা । রীতিমতো ফণা তুলে ভ-য় দেখাচ্ছিলো বাকি সকল দেরকে । কিন্তু দীর্ঘক্ষণ এর ল-ড়া-ই জারি রাখার পর অবশেষে সেই সাপটি কে ধরতে সক্ষম হয় সেই সাপুড়ে । এবং সেই তিনি একটি প্লাস্টিকের বড় জায়গা থেকে ভরে নিয়ে চলে যান পরবর্তীকালে কোথাও ছেড়ে দেবেন বলে । ঘটনাটি ঘটেছে উড়িষ্যার এক গ্রামে। তবে আমাদের এই ধরনের ঘটনা থেকে সব সময় সচেতন থাকতে হবে এবং শিক্ষা নিতে হবে । যে বাড়ির আশেপাশে যে কোন জায়গা ভালো মতন ভাবে দেখে শুনে তারপরে কাজ করা উচিত ।