
নিজস্ব প্রতিবেদন: বাংলায় ভোট পরবর্তী হিংসার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী কে চিঠি লিখেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি এই চিঠিতে লিখেছিলেন, “বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে, বিরোধীদের উপরে অত্যাচার করা হয়েছে। স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলায় কখনো এরকম পরিস্থিতির সৃষ্টি হয়নি। কিন্তু এই পরিস্থিতি দেখেও আপনি নীরব হয়ে রয়েছেন কোন পদক্ষেপ আপনি গ্রহণ করেননি ।
আপনার প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না।”এদিকে পরপর ৫ টি টুইটের মাধ্যমে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর রাজ্যপাল কে কড়া জবাব দিয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে টুইট করে বলা হয়েছে, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে রাজ্যপাল যে চিঠি লিখেছেন তা অত্যন্ত হতাশাজনক এবং গর্হিত। কোন বাস্তবিক ভিত্তি নেই এই চিঠির।”
আরও পড়ুন-আইএসএফ , কংগ্রেসকে পাশে নিয়েই বাম শরিকদের ঐক্যে জোর দিচ্ছে আলিমুদ্দিন
এরপর মুখ্যমন্ত্রী কে লেখা চিঠি রিটুইট করেছেন রাজ্যপাল। এদিকে এর বিরোধিতা করে রাজ্য সরকার টুইট করে লিখেছে, “চিঠি পাঠানোর ধরন প্রতিষ্ঠানিক রীতিকে লঙ্ঘন করা হয়েছে। মুখ্যমন্ত্রী কে যে চিঠি পাঠানো হয়েছে তা টুইট করা হয়েছে জন মাধ্যমে। এই বিষয়টি প্রকাশ্যে আনা কখনোই সমীচীন নয়।
এই চিঠির বিষয়বস্তুটিও সম্পূর্ণ কাল্পনিক।”এছাড়াও রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর বলেছে , “যখন নির্বাচন কমিশনের হাতে প্রশাসনিক দায়িত্ব ছিল তখন থেকেই বাংলায় ভোট পরবর্তী হিংসার সূত্রপাত হয়েছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে বাংলায় কোনো রকম হিংসাত্মক ঘটনা উদ্রেক হয় নি।”
এদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যপালের সমর্থনে বলেছেন, “তৃণমূল সকলের কণ্ঠরোধ করেছে, কিন্তু রাজ্যপালের কণ্ঠরোধ করতে পারছে না।”
Government of West Bengal has observed with dismay and distress that the Hon’ble Governor of West Bengal has suddenly made public, a letter of his to the Hon’ble Chief Minister of West Bengal,with contents that are not consistent with real facts.(1/5)
— HOME DEPARTMENT – GOVT. OF WEST BENGAL (@HomeBengal) June 15, 2021
The communication format is violative of all established norms. The letter has been written to Hon’ble Chief Minister & released to public media through tweets simultaneously, which disrupts sanctity of such communications.(2/5)
— HOME DEPARTMENT – GOVT. OF WEST BENGAL (@HomeBengal) June 15, 2021
While the post-poll violence in the State was somewhat unabated when the Election Commission of India was in charge of the law and order machinery, after the swearing in, the State Cabinet has reigned in the situation, restored normalcy,..( 4/5)
— HOME DEPARTMENT – GOVT. OF WEST BENGAL (@HomeBengal) June 15, 2021