সরকারের নতুন দুর্দান্ত পলিসি! মাত্র 1,500 টাকা বিনিয়োগ করলে মিলবে 35 লক্ষ রিটার্ন! জেনে নিন কিভাবে!









নিজস্ব প্রতিবেদন:-বর্তমান সময়ে ব্যাঙ্কগুলির পাশাপাশি বিভিন্ন পোস্ট অফিস গুলি একাধিক সুযোগ-সুবিধা প্রদান করছে তাদের গ্রাহকদের। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রাহকদেরকে বিনিয়োগ করার জন্য প্রতিনিয়ত বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। এই সমস্ত প্রকল্পগুলো বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় পর ভাল অঙ্কের টাকা রিটার্ন পাওয়া যায় ।তবে আপনি যদি এমনটা ভেবে থাকেন যে আগামী দিনে আপনি আপনার সঞ্চিত অর্থ পোস্ট অফিসে নিয়োগ করবেন তাহলে এই প্রকল্পটির হতে পারে আপনার জন্য সবথেকে বেশি উপকারী।




পোস্ট অফিসের এই প্রকল্পের নাম হচ্ছে গ্রাম সুরক্ষা যোজনা। এই প্রকল্পের আবেদন করার জন্য অতি অবশ্যই তাকে ভারতের নাগরিক হতে হবে এবং তার বয়স 19 বছর থেকে 59 বছরের মধ্যে হতে হবে । এই প্রকল্পের মাধ্যমে আপনি 10 হাজার থেকে দশ লক্ষ টাকার প্রেমিয়াম কিনতে পারেন যেটা নির্দিষ্ট সময় পর অর্থাৎ 40 বছর পর সুদ সমেত গ্রাহককে ফিরিয়ে দেওয়া হবে তবে যদি কোনো কারণে গ্রাহকের মৃত্যু হয় তাহলে সে ক্ষেত্রে পরিবারের হাতে সে টাকা তুলে দেওয়া হবে।তবে কোনো গ্রাহক যদি চান তাহলে তিন বছরেও প্রিমিয়াম তুলে নিতে পারেন। সে ক্ষেত্রে লাভের টাকা তাকে প্রদান করা হবে না। এক্ষেত্রে পোস্ট অফিস প্রতি 1000 টাকা তে 65 টাকা করে দিচ্ছে।




প্রিমিয়াম পেমেন্টের ক্ষেত্রে মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিকভাবে দিতে পারবেন উপভোক্তা। তবে কোন কারণে নির্ধারিত প্রিমিয়ামের দিন পার হয়ে গেলে, গ্রাহককে ৩০ দিনের অতিরিক্ত সময় দেওয়া হবে।যদি কোন 19 বছর বয়সী ব্যক্তি 10 লক্ষ টাকার পলিসি কেনেন, সেক্ষেত্রে 55 বছরের জন্য প্রতি মাসে তাঁকে প্রিমিয়াম দিতে হবে 1515 টাকা, 58 বছরের জন্য দিতে হবে 1563 টাকা এবং 60 বছরের জন্য পড়ছে 1411 টাকা। রিটার্নে গ্রাহক, 55 বছরের জন্য পাবেন 31.60 লক্ষ টাকা, 58 বছরের জন্য পাবেন 33.40 লক্ষ টাকা এবং 60 বছরের জন্য পাবেন 34.60 লক্ষ টাকা।











