নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার উপর ২৪ ঘন্টার নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার রাত আটটা থেকে আজ মঙ্গলবার রাত আটটা পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। যার দরুন বেশকিছু জনসভা বাতিল করতে হয়েছে মুখ্যমন্ত্রী কে।
শীতলকুচির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে কাজ করছে নির্বাচন কমিশন, সেই সাথে স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে এই নিরীহ মানুষের উপর গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী।”মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে সম্পূর্ণ নির্বাচনী বিধি ভঙ্গকারী বলে উল্লেখ করে নির্বাচন কমিশন ২৪ ঘন্টার জন্য মুখ্যমন্ত্রীর সমস্ত নির্বাচনী কার্যবিধি বাতিল করেছে।
আরও পড়ুন-ধর্ণায় বসে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী
এদিকে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সংবিধানিক এবং অগণতান্ত্রিক বলে উল্লেখ করে কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে আজ বেলা বারোটার পর ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী। ধরণায় বসেই ছবি এঁকেছেন তিনি।এদিকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাতিল হওয়া সভা হতে চলেছে রাত আটটার পরেই। রাত আটটার পরে তাঁর নির্বাচনী জনসভার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরেই রাত আটটায় বারাসাত স্টেডিয়ামে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। তারপরেই তিনি সল্টলেকের বিএফ ব্লকে জনসভা করতে চলেছেন রাত নটা নাগাদ।
To protest against the undemocratic and unconstitutional decision of the Election Commission of India, I will sit on dharna tomorrow at Gandhi Murti, Kolkata from 12 noon.
— Mamata Banerjee (@MamataOfficial) April 12, 2021