
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল কংগ্রেস আগামী ১৬ ই আগস্ট রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালন করতে চলেছে। এই আবহে বিজেপিও নানান কর্মসূচি গ্রহণ করেছে। ইতিমধ্যেই রাজ্যের মাটিতে বেশ কিছু জায়গায় বিজেপির নেতা কর্মীরা গতকাল রাজ্যজুড়ে হিংসাত্মক পরিস্থিতি এবং নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করেছে। শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। এদিকে কলকাতায় বিজেপির মহিলা মোর্চার আইন অমান্য কর্মসূচি ঘিরে যথেষ্ট ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গতকাল আইন অমান্য কর্মসূচি পালন করতে গিয়ে ভবানী ভবন এর সামনে থেকে গ্রেপ্তার হয়েছেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল। জানা গিয়েছে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে বিজেপির মহিলা মোর্চার কর্মীসমর্থকরা। বিক্ষোভ প্রশমিত করতে ব্যাপক সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছিল ওই অঞ্চলে। যথেষ্ট সংখ্যায় মহিলা পুলিশ উপস্থিত ছিলেন। মহিলা পুলিশ বিজেপি মহিলা মোর্চার প্রায় ২০ জন কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনায় দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে সমগ্র কলকাতা। জানা গেছে গতকাল বাগনান গণধর্ষণকাণ্ডের প্রতিবাদস্বরূপ সারা রাজ্যে আইন অমান্য কর্মসূচি পালন করেছে বিজেপি মহিলা মোর্চা। এছাড়াও রাজ্যের মাটিতে ভোট-পরবর্তী হিংসাত্মক পরিস্থিতি, ধর্ষণ কাণ্ডের মতো বেশ কিছু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিক্ষোভ দেখিয়েছে বিজেপির মহিলা মোর্চা।
গতকাল সিমলা স্ট্রিটে উত্তর কলকাতার মহিলা মোর্চার সদস্যরা ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছিলেন । তাদের নেতৃত্ব দিয়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। সাথে সাথে কোভিড বিধি লঙ্ঘন করে অবৈধভাবে জমায়েত করার অভিযোগে বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল সহ ২০ জনকে গ্রেপ্তার করে আলিপুর সেন্ট্রাল লকআপে পাঠিয়ে দেয় কলকাতা পুলিশ।
এদিকে এই পরিপ্রেক্ষিতে বিজেপি কাউন্সিলর মীনাদেবী বলেছেন , “আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাচ্ছিলাম , তখনই কলকাতা পুলিশ এসে আমাদের গ্রেপ্তার করেছে।”
Arrested for protesting against rapes and torture on BJP WOMEN WORKERS..Why??Disaster Mngmnt Act?? But when TMC protested for 3 ministers a monthback infront of nizam palace then also Disaster Mngmnt Act was there… WHY WERNT ANYBODY ARRESTED THEN??@MamataOfficial pic.twitter.com/cO0TWPuxTr
— Agnimitra Paul Official (@paulagnimitra1) August 12, 2021