নিজস্ব প্রতিবেদন: প্রতিকূল শারীরিক পরিস্থিতিতেও অদম্য জেদ এবং মানসিক শক্তি কে পাথেয় করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে নিয়োজিত করে রেখেছেন প্রচারাভিযানের মধ্যে। রাজ্যে বিজেপি কে প্রতিহত করতে তিনিই একমাত্র ভরসা তৃণমূলের। তৃণমূলের সাংগঠনিক শক্তির অন্যতম চালিকাশক্তি তিনি। তার হাত ধরেই তৃণমূল বহু চড়াই-উৎরাই পেরিয়ে আজ পশ্চিমবঙ্গের তথা ভারতের অন্যতম শক্তিশালী সাংগঠনিক দল।
একুশের ভোটে বিজেপি যখন ছক কষছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নবান্নের সিংহাসন ছিনিয়ে নেওয়ার তখন মুখ্যমন্ত্রীও দাতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছেন কেন্দ্রীয় শক্তির বিরুদ্ধে। একের পর এক জনসভায় তার ক্ষুরধার এবং শাণিত বাক্যবাণে তিনি ধরাশায়ী করছেন বিজেপি শীর্ষ নেতৃত্বদের। এদিকে শীতলকুচি কাণ্ডের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর জনসভা ২৪ ঘন্টার জন্য বন্ধ করে দিয়েছিলো নির্বাচন কমিশন।
আরও পড়ুন-“এনআরসি নিয়ে গোর্খাদের ভয়ের কোনো কারণ নেই”- আশ্বাস দিলেন অমিত শাহ। কটাক্ষ করলো তৃণমূল
এই নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী গতকাল গান্ধী মূর্তির পাদদেশে তিন ঘন্টা ধর্ণায় বসেছিলেন।তিনি বলেছেন, “তোমাদের কাছে সবকিছু আছে, তোমরা কোটি কোটি টাকা নিয়ে নির্বাচনে নেমেছো, সেই সাথে ভারত সরকারের সব এজেন্সিগুলোকে নিয়ে নেমেছো। তা সত্ত্বেও তোমরা আমাকে এত ভয় পাচ্ছো কেন? আমি বিজেপিকে বলতে চাই, তোমাদের সবকিছু রয়েছে, কোটি কোটি টাকা রয়েছে, কিন্তু তোমরা কেন হারবে জানো ? কারণ আমি একজন স্ট্রিট ফাইটার, আমি নিজে যুদ্ধক্ষেত্রে নিজে দাঁড়িয়ে লড়াই করি। বিজেপি আমাকে আটকাতে চাইছে, কিন্তু ওরা আমাকে কখনোই আটকাতে পারবে না”