নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন। এই বিষয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপির সমস্ত নেতা কর্মীরা।একুশের ভোটে সকলের পাখির চোখ ছিল নন্দীগ্রাম। এই নন্দীগ্রামের মাটিতে মুখ্যমন্ত্রী কে ১ হাজার ৯৫৬ টি ভোটে হারিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।
কিন্তু মুখ্যমন্ত্রী এই হার দূর্নীতিগ্রস্ত বলে প্রথম থেকেই দাবী করে এসেছেন। ভোটের সময় থেকেই নন্দীগ্রামে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মাটিতে চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অনায়াসে হারিয়ে দেবেন। ফল ঘোষণার ৪৫ দিন পরে নন্দীগ্রামের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আপিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-“ওটা হল বঙ্গভঙ্গ দিবস”- পশ্চিমবঙ্গ দিবসের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কে কটাক্ষ তৃণমূলের।
তিনি ইলেকশন পিটিশন দায়ের করেছেন। গণনায় কারচুপির অভিযোগ এর পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী। কলকাতা হাইকোর্টে আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানির রয়েছে।এদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন,”একুশের ভোটে যে সমস্ত আসনে বিজেপির অল্প ভোটের ব্যবধানে পরাজয় ঘটেছে , সেই সমস্ত আসনে বিজেপি পূনর্গণনার আবেদন জানিয়ে খুব শীঘ্রই আদালতের দ্বারস্থ হবে।
আরও পড়ুন-উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী। কি বললেন তিনি ?
কিভাবে আদালতে পিটিশন দাখিল করা হবে সেই মর্মে আমাদের আইনজীবীদের সাথে আলোচনা চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই এই আবেদন করা হবে।”এই আবহে বিজেপিকে আক্রমণ করে টুইট করেছেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। তিনি টুইট করে লিখেছেন, “বিজেপি বাংলার মানুষের রায় মেনে নিতে পারছে না এখনো।
তাই বিভিন্ন ভাবে তারা রাজ্যে অশান্তি পাকানোর সুযোগ খুঁজে চলেছে।”
Absolutely shocked at how @BJP4Bengal leaders are repeatedly hunting for opportunities to create chaos in the state. They are simply unable to accept the mandate given by the people of Bengal.
Dividing us is impossible.#BengalStandsUnited
— Partha Chatterjee (@itspcofficial) June 20, 2021