
নিজস্ব প্রতিবেদন: আগামী ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন এক গৌরবময় দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে সমগ্র কলকাতাবাসী। ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। স্বাধীনতা দিবসের দিন ভিক্টোরিয়ার আকাশে শোভা পাবে ১৫০ ফুটের জাতীয় পতাকা। খবরটি শোনা মাত্রই প্রতিটি নাগরিকের শরীরে শিহরণ জেগে উঠেছে।
এমনিতেই স্বাধীনতা দিবসের দিন প্রতিটি ভারতীয়দের শিরায় শিরায় একটা দেশপ্রেম বোধ ব্যাপকভাবে সঞ্চারিত হয়। এই দিনটা যেন ভারতের মাটিতে একটা আলাদা পরিস্থিতির উদ্রেক ঘটায়। এই আবহের মধ্যেই এই বিশালাকার পতাকা উত্তোলন করার সিদ্ধান্ত নিয়েছে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ।
আরও পড়ুন –বিজেপির মহিলা মোর্চার কর্মসূচি থেকে গ্রেফতার অগ্নিমিত্রা পল
জানা গিয়েছে ভার্চুয়াল মাধ্যমে নয়, একদম কাপড়ের তৈরি ১৫০ ফুট দৈর্ঘবিশিষ্ট এবং ৫০ ফুট প্রস্থ বিশিষ্ট এই পতাকার শোভা দেখার জন্য মুখিয়ে রয়েছেন আপামর কলকাতাবাসী। জানা গিয়েছে ভিক্টোরিয়ার হলের ছাদের উত্তর প্রান্তে বিশেষ তারের মাধ্যমে এই পতাকা ঝোলানো হবে। এই পতাকাটি ওইদিন উন্মোচিত করতে চলেছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়।
জানা গিয়েছে এই পতাকাটি বানিয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। পতাকার নিম্নাংশ থাকবে মাটি থেকে অন্তত ২০ ফুট উচ্চতার মধ্যে। এই পতাকাটির ওজন হল ৭০ কেজি। দেশমাতৃকাকে স্বাধীনতা আনতে গিয়ে বহুমূল্যবান প্রাণের বলিদান দিতে হয়েছে। সমস্ত শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্যই ভিক্টোরিয়ার মাটিতে এই সুবিশাল পতাকা উত্তোলন করা হচ্ছে বলে জানিয়েছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ।