ভাড়া বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক ট্যাক্সি–ওলা–উবারের!

নিজস্ব প্রতিবেদন:-করোনা পরিস্থিতিতে লকডাউন এর পর থেকেই দৈনন্দিন পরিবহনে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে।আনলক পর্যায়ে বাসের ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে বেশ সমস্যায় পড়তে হয়েছিল সাধারণ নিত্যযাত্রীদের। এখনো পর্যন্ত অনেক জায়গাতেই এই সমস্যার নির্দিষ্ট কোনো সমাধান হয়ে উঠতে পারেনি।
এই পরিস্থিতিতে আবারো ধর্মঘটের ডাক দিল ট্যাক্সি, ওলা এবং উবার।তাদের দাবি, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল এবং ডিজেলের মূল্য। এই পরিস্থিতিতে ভাড়া না বাড়ালে পরিবহন ব্যবস্থা কার্যকর রাখা প্রায় অসম্ভব।
আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়!
সংগঠনগুলোর তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে ভাড়া না বানানো পর্যন্ত এই ধর্মঘট জারি থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য ২২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ধর্মঘটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ট্যাক্সি অপারেটার্স কো–অর্ডিনেশন কমিটি।
2 Comments