দেখে নিন কিভাবে খুব সহজেই বাসন থেকে তুলবেন দুধের পোড়া কালো দাগ! রইল সহজ পদ্ধতি।









নিজস্ব প্রতিবেদন:-সারাদিনের সংসারে একাধিক কাজকর্ম থেকে থাকে বাড়ির মায়েদের । সে কাজকর্ম করতে করতে কখনো কখনো দু-একটা ভুলভ্রান্তি হয়ে যেতেই পারে । তার মধ্যে সবথেকে সাধারণ একটু ভুল হল যে গ্যাসের মধ্যে কিছু চাপিয়ে তা ভুলে যাওয়া । হতে পারে সেটি কোন জল ভাত কিংবা অন্য কোন শাকসবজি । কিন্তু যদি প্রশ্ন আসে দুধের ক্ষেত্রে তাহলে কিন্তু এটা আরও একটি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ।




কারণ খুব অল্পসময়ের মধ্যেই দুধ গরম হয়ে যায় ।যদি একটু নজরের বাইরে চলে যায় তাহলে কিন্তু দুধ উথলে বাইরে পড়ে যেতে শুরু করে । যার ফলে সে পাত্রটি কালো হয়ে যায় এবং তার আশেপাশে দুধের একটা মোটা দাগ পড়ে যায় যা অত্যন্ত জেদি ।কিভাবে এই পুড়ে যাওয়া দাগকে নিমিষের মধ্যে পরিষ্কার করবেন সেই পদ্ধতি নিয়ে আজকের এই প্রতিবেদনটি ।




বেকিং সোডা:-আমরা প্রত্যেকেই জানি যে বেকিং সোডা জেদি দাগ তুলে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি উপাদান।পুড়ে যাওয়া সেই পাত্রটির উপর 1 থেকে 2 চামচ বেকিং সোডা দিয়ে দিন এবং দিয়ে দিন কিছুটা পরিমাণে জল । এরপর সামান্য উষ্ণতায় সেটিকে 15 মিনিট গ্যাসের মধ্যে বসিয়ে দিন তারপর হালকা করে ঘষুন দেখবেন যে দাগ উঠে গেছে।




ভিনিগার:-যদি দাগ তোলার ক্ষেত্রে ভিনিগার অত্যন্ত কার্যকরী একটি উপাদান। পুড়ে যাওয়া পত্রের উপর দুই থেকে তিন ফোঁটা ভিনেগার দিয়ে সামান্য পরিমান জল দিয়ে দিন তারপর গ্যাসের মধ্যে অন্তত 15 মিনিট রেখে দিন। এরপর সামান্য পরিমাণে ঘষে নিন দেখবেন কেল্লাফতে ।




কোকাকোলা:-কোকাকোলা দিয়েও আপনি এই কঠিন কাজটি খুব সহজেই করে ফেলতে পারেন। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন কোকাকোলা দিয়ে কি করে এই কাজ হবে? তবে আজই এই পরীক্ষাটি করে দেখুন ফলাফল দেখে আপনার চোখ মাথায় উঠে যাবে। এর জন্য আপনাকে খুব বেশি কষ্টও করতে হবে না।




শুধু যে বাটিতে দুধ পুড়ে গিয়েছে তার মধ্যে এক বোতল কোকাকোলা ঢেলে দিন। এরপর একটি পাশে রেখে দিন এক থেকে দেড় ঘন্টার জন্য। এরপর বাসন মাজার জিনিস বা ব্রাশ দিয়ে ঘষতে থাকুন। দেখবেন নিমিষেই আপনার বাটি কেমন নতুনের মতো ঝকঝক করছে।




লেবুর খোসা:-যে পাত্রটি পুড়ে গেছে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং বেকিং সোডা দিয়ে দিন ।এরপর লেবুর খোসা দিয়ে পাত্রটিকে ভালো করে ঘষতে শুরু করুন ।অন্তত দুই থেকে তিন মিনিট ঘষে নেবার পর দেখবেন দাগ আস্তে আস্তে উঠে যাচ্ছে ।











