দেখে নিন খুব সহজেই কিভাবে বাড়িতে টবে লাগাবেন ক্যাপসিকাম গাছ! রইল পদ্ধতি।









নিজস্ব প্রতিবেদন:-দেখুন বাজারে অনেক ধরনের শাকসবজি ও ফলমূল কিনতে পাওয়া যায় কম দামে এ কথা সত্য । কিন্তু তাতে যে সমস্ত রাসায়নিক জিনিসপত্র বা উপাদান ব্যবহার করা হয় তা আপনার অজানা । যার ফলে আপনি অজান্তেই নিজের শরীরের প্রতিনিয়ত ক্ষয় ক্ষতি করে চলেছেন । এবং যখন আপনি জানছেন যে সেখানে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় তাহলে জেনে বুঝে কেন একই জিনিস বা একই ভুল বারবার করবেন ।




তার থেকে ভালো হবে যদি বাড়িতেই সেই সমস্ত জিনিসপত্রগুলো চাষ করা যায় । এই যেমন ধরুন ক্যাপসিকাম ক্যাপসিকাম কে সবুজ দেখানোর জন্য অনেক রং করা হয় যা আপনার শরীর অত্যন্ত ক্ষতিকর। কিন্তু যদি আপনি বাড়িতে ক্যাপসিকাম চাষ করেন তাহলে ব্যাপারটা কেমন হয়? কিভাবে করবেন? জানাবো আজকের প্রতিবেদন এ ।




প্রথমে আপনাকে বাজার থেকে একটি গোটা ক্যাপসিকাম কিনে নিয়ে আসতে হবে । তারপর সে ক্যাপসিকাম এর মাঝের অংশ থেকে বীজ সংগ্রহ করতে হবে । সেটি একটি পাত্রের মধ্যে রাখতে হবে । তারপর একটি প্লাস্টিকের গ্লাস এর মধ্যে জৈবিক সার নিতে হবে । যার মধ্যে বালি কম্পোস্ট ইত্যাদির মিশ্রণ থাকবে সমান পরিমাণে ।




সেই জৈবিক সার এর মধ্যে স্থাপন করতে হবে বীজ গু-লিকে । তার পর সামান্য মাত্রায় জল দিয়ে বাড়ির এমন একটি জায়গা রেখে দিতে হবে । যেখানে সবসময় হওয়া চলাচল করে তার পাশাপাশি পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে ।




এরপর প্রতিনিয়ত পরিচর্যা করতে হবে তাঁকে এবং আপনি নিজেই দেখতে পাবেন যে মাত্র ৩৯ দিনে অর্থাৎ এক মাসের মাথায় সেখান থেকে গাছ উৎপন্ন হয়েছে । এবং তার গাছের ডালে ছোট ছোট কুড়ি এসেছে । যেগুলো থেকে পরবর্তীকালে ক্যাপসিকাম তৈরি হবে ।এবং এই ক্যাপসিকাম অত্যন্ত সুগঠিত এবং সতেজ হবে এমনটা বলার অপেক্ষা রাখে না ।











