অবাক দৃশ্য! অবিকল মানুষের মতো কন্ঠে কথা বলে সকলকে চমকে দিল ছোট্ট টিয়া পাখি! ব্যাপক ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:-আপনি যদি এমনটা প্রশ্ন করেন এই সোশ্যাল মিডিয়াতে কেমন দেখতে পাওয়া যায় তাহলে আপনার উত্তর দিতে দিতে রীতিমতো সময় শেষ হয়ে যাবে। কারণ এহেনে এমন কোন জিনিস নেই যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় না এই সোশ্যাল মিডিয়াতে ।




যেমন প্রতিভাশালী কোন মানুষকে গান করতে দেখা যায় বা নাচ করতে দেখা যায় ঠিক তেমনি দেখা যায় কোন পশু-পাখি জন্তু-জানোয়ার অদ্ভুত কিছু আচরণ দেখা যায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া পশুর সাথে মানুষের নিবিড় সম্পর্কের কথা এই সমস্ত ঘটনা গুলি শুধুমাত্র দেখানো হয় তেমন কিন্তু নয় তার পাশাপাশি সামাজিক রাজনৈতিক জগতের যাবতীয় তথ্য জানতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।




পৃথিবীতে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব তাই সোশ্যাল মিডিয়াতে মানুষের দখলদারি থাকবে সর্বদা এমন তার কোনো বাধ্যবাধকতা নেই সেই জায়গাতে এসে নাম জুড়েছে টিয়া পাখি থেকে শুরু করে বিভিন্ন পশু পাখির জন্তু-জানোয়ার আরো অনেকের। বেশ কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছে যে টিয়াপাখি অসম্ভব সুন্দর কায়দায় মানুষের মতন ভাবে উত্তর দিচ্ছে ।




তাকে জিজ্ঞেস করা হচ্ছে খাবে কিনা তখন সে তার মতামত প্রকাশ করছে তবে সম্প্রতি পুনরায় আরো একটি ভিডিও ভাইরাল হলো।সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি টিয়া পাখি মালয়ালাম ভাষায় একদম মানুষের মত কথা বলে চমকে দিয়েছে সবাইকে।তার মানুষ মা মালায়ালাম ভাষায় তার সঙ্গে কথা বলছে, এবং সেও একদম মানুষের মধ্যেই তাকে জবাব দিচ্ছে।




মানুষ ও পাখির এই বন্ধুত্ব মুগ্ধ করে দিয়েছে সবাইকে। দর্শক তাদের ব্যবহারে হয়ে গেছেন মন্ত্রমুগ্ধ। ভিডিওটি মন কেড়ে নিয়েছে সকলের। ভিডিওটি পোস্ট করা হয়েছে “মালয়ালাম টকিং প্যারট” নামে একটি অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে। প্রায় ১৫ হাজার মানুষ ভিডিওটি লাইক করেছে। এর মধ্যেই চার লাখ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন।











