নিজস্ব প্রতিবেদন: বাংলার মাটিতে নিজেদের বাঁধন আরো দৃঢ় করার লক্ষ্যে সর্বশক্তি দিয়ে নিজেদের নিয়োজিত করেছে বিজেপির শীর্ষ নেতারা। বিজেপির কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা বারবার ছুটে আসছেন বাংলার মাটিতে। যেকোনো মূল্যে তৃণমূলের হাত থেকে বাংলাকে ছিনিয়ে নিতে বদ্ধপরিকর তারা। বাংলার আকাশে-বাতাসে টানটান উত্তেজনা এই নির্বাচনকে ঘিরে। চারটি দফার ভোট সম্পন্ন হয়ে গিয়েছে। এখনো বাকি রয়েছে চারটি দফা।
রাজ্যের জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে বিক্ষিপ্ত অশান্তি। নির্বাচন কমিশন তৎপর বাংলার বুকে শান্তিপূর্ণ ভোট করানোর লক্ষ্যে। কিন্তু কোথাও কিছু খামতি থেকে যাচ্ছে। বেশকিছু জায়গাতেই ভোটের আবহে অশান্তির উদ্রেক হয়েছে। বিজেপির শীর্ষ নেতারা এবারে আত্মবিশ্বাসের বলে বলীয়ান হয়ে বলছেন, বাংলার বুকে এবার তাদের সরকার গঠিত হবে। অপরদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বিজেপিকে তিনি ১০-০ গোলে হারাবেন। আজ চতুর্থ দফার ভোটপর্ব আর কিছুক্ষণের মধ্যেই মিটতে চলেছে।
বিভিন্ন সেলিব্রিটিরা ভোট দিয়ে তাদের আঙুলের কালির ছবি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়।স্ত্রী ডোনা গাঙ্গুলিকে ক নিয়ে ভোট দিয়েছেন বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি। বড়িশার জনকল্যাণ শশীভূষণ বিদ্যাপীঠের বুথে ভোট দিয়েছেন সৌরভ। প্রিয় মহারাজকে কাছে পেয়ে উপস্থিত মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে যায়। সেলফি নেওয়ার জন্য সকলেই হুড়োহুড়ি লাগিয়ে দেন। এমনকি উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তাঁর সাথে সেলফি তোলেন। ভোট দিয়েই সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সস্ত্রীক সৌরভ। এছাড়াও ভোট দিয়েছেন রঞ্জিত মল্লিক, কোয়েল, রাজ চক্রবর্তী, শুভশ্রী এবং আরো অনেকে।