
নিজস্ব প্রতিবেদন:-বিগত কয়েক দিন ধরে ক্রমাগত বেড়ে চলা পেট্রোপণ্যের মূল্যের আজও কোনো বিশেষ পরিবর্তন ঘটতে দেখা গেল না। বরং প্রতিদিনের মতোই ভারতীয় বাজারে মূল্য বৃদ্ধি পেল পেট্রোল-ডিজেলের। পেট্রোলিয়াম মন্ত্রীর আশ্বাসের পরও পেট্রোল-ডিজেলের এহেন দাম বাড়ায় স্বাভাবিকভাবেই বেশ ক্ষুব্ধ হয়েছে দেশের জনগণ।
প্রসঙ্গত উল্লেখ্য কেন্দ্র-রাজ্য সংঘাতের পর অমিত মিত্র পেট্রোপণ্যের উপর ১ টাকা সেস কমালেও কোনো পরিবর্তন দেখা যায়নি পেট্রোল-ডিজেলের দামে।আজ শনিবার কলকাতায় ২৩ পয়সা মূল্যবৃদ্ধির পর প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯১.৩৫ টাকা। অপরদিকে একইভাবে ১৫ পয়সা বাড়ার পর প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে ৮৪.৩৫ টাকা।
আরও পড়ুন-কয়লা পাচার কাণ্ডে বিনয় ঘনিষ্ঠ ব্যবসায়ীকে তলব করল সিবিআই;চলছে তল্লাশি।
পেট্রোপণ্যের এই মূল্যবৃদ্ধির ফলে খুব দ্রুত দৈনন্দিন প্রয়োজনীয় অন্যান্য জিনিসের দাম বৃদ্ধি ঘটতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতিতে যেখানে অনেক মানুষের কাছে ন্যূনতম রোজগারের উপায় পর্যন্ত নেই সেখানে এই দামের কিভাবে সামাল দেবেন সাধারণ মানুষ তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞসহ বিরোধী দলের নেতারা।