বাড়িতে অসুস্থ মা, নেই বাবা, তাই সংসারের বোঝা নিজের ঘাড়ে তুলে নিয়েছে ছোট্ট বালক! বিক্রি করছে কাঁচা আম! তুমুল ভাইরাল ভিডিও।









নিজস্ব প্রতিবেদন:সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আজকাল এমন অনেক ঘটনা সম্বন্ধে জানতে পারি যা আমাদেরকে আশ্চর্য করে রেখে দেয়।একদিকে যেমন এই সোশ্যাল মিডিয়া আমাদের সামনে নানান ধরনের মজাদার ঘটনা নিয়ে আসে; ঠিক তেমনভাবে এমন অনেক বিষয় আমরা জানতে পারি যা আমাদের মন ভারাক্রান্ত করে তোলে।




আজকের এই বিশেষ প্রতিবেদন এর মাধ্যমে আমরা এমন একটি ঘটনা নিয়েই আলোচনা করতে চলেছি। প্রসঙ্গত মানুষের গোটা জীবনটাই লড়াইয়ের মাধ্যমে কাটাতে হয়। শিশু থেকে শুরু করে বয়স্ক সকলের মধ্যেই এই লড়াই বর্তমান।




ইদানিং নেট মাধ্যমে এক খুদে শিশুর এমন একটি কাহিনী উঠে এসেছে যা জানতে পারলে আপনারাও অবাক হবেন।সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি খুদে শিশু একাই কাঁচা আম বিক্রি করছে।




কোনরকম সাহায্য ছাড়াই নিজের মনে একা একা বসে আম বিক্রি করতে ব্যস্ত এই শিশুটি। জানা যাচ্ছে শিশুটি সরাইহাটের বাসিন্দা।স্কুলে পড়াশোনা করার পাশাপাশি সংসার চালানোর জন্য এই আম বিক্রি করতে উদ্যোগী হয়েছে শিশুটি।




প্রসঙ্গত গোটা শীতকাল মেলায় এবং হাটে নানান ধরনের পিঠা বিক্রি করে এই শিশুটি। বাড়িতে অসুস্থ বাবার পাশাপাশি এক দিদি ও এক ভাই রয়েছে তার। তার দিদি টি বুনিয়াদপুর কলেজ থেকে 2020 সালে বিএ পরীক্ষায় পাশ করে। বর্তমানে তার দিদি নার্সিং এর প্রস্তুতি নিচ্ছে।




পিঠে এবং আম বিক্রি করার পাশাপাশি গরমকালের সময় নানান ধরনের জাল তৈরি করতে দেখা যায় শিশুটিকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে নিজের জীবনের গতিপথ সহজ করার জন্য কতটা লড়াই চালিয়ে যাচ্ছে এই খুদে বাচ্চাটি। চাইলে আপনারাও নেট মাধ্যমে ভাইরাল এই শিশুটির ভিডিও দেখে নিতে পারেন। অনেকেই ভিডিওটির কমেন্ট বক্সে ওই শিশুটির অত্যন্ত প্রশংসা করেছেন।
— Bengal News Media (@media_bengal) March 17, 2022











