একি কাণ্ড! গাছের মগডালে বসে রয়েছে বিশালাকার কোবরা সাপ! তুমুল ভাইরাল হল ভিডিও!









নিজস্ব প্রতিবেদন:বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মানব জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। কমবেশি আজকাল প্রায় সকলেই এই ইন্টারনেট জগতের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন।8 থেকে 80 সকল বয়সের মানুষই আজকাল
নেট মাধ্যমের বাসিন্দা।




ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাবার সময় পর্যন্ত মুঠোফোনে বন্দী থাকা সোশ্যাল মিডিয়ায় মানুষের যেন এক ঝলক চোখ না রাখলে চলেই না। সোশ্যাল মিডিয়া বলতে আমরা সাধারণত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং টুইটারের মতো অ্যাপ্লিকেশনগুলি কে বুঝি। এই অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করে খুব সহজেই আমরা বহির্বিশ্বের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারি।




একদিকে যেমন এই অ্যাপ্লিকেশনগুলি বিভিন্ন দূরবর্তী স্থানে থাকা মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখার জন্য কাজে আসে ঠিক তেমনভাবেই এর মাধ্যমে আমরা অত্যন্ত দ্রুতগতিতে নানান ধরনের খবরাখবর জানতে পারি।বিশেষজ্ঞদের একাংশের মতে বর্তমানে গণমাধ্যম এর থেকেও অনেকটা শক্তিশালী হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।




সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সাপের ভিডিও আমরা দেখতে পাচ্ছি। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি গাছের উপরে কোবরা সাপ উঠে গিয়েছে। কোনভাবে সাপটি গাছের ডালপালার মধ্যে জড়িয়ে গিয়ে আটকে গেছে। অনেকেই ভেবেছিলেন সাপটিকে হয়তো আর বাঁচানো যাবেনা।




কিন্তু শেষমেশ একজন সর্প রক্ষক যুবককে খবর দেন তারা।এই যুবক ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ সময় ধরে সাপটিকে গাছের ডাল থেকে বের করার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু বারংবার সাপের গায়ে কাঁটা লাগছিল। এমতাবস্থায় যুবকটি বুদ্ধি লাগিয়ে পিছন থেকে ঠেলে ঠেলে সেই সবচেয়ে বের করার চেষ্টা করছিল যাতে সে নিজেই বাইরে বেরিয়ে আসে।




তবে এই সময়ে সাপটির লেজে অনেকগুলি কাঁটা ফুটে যাওয়ায় লেজের কিছুটা অংশ কেটে দিতে বাধ্য হয় ওই যুবক। তারপরে সাপটিকে উদ্ধার করে একটি প্লাস্টিকের কৌটোর মধ্যে ভরে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়। সম্প্রতি ভাইরাল এই ভিডিওটি বেশ পুরনো হলেও নেট মাধ্যমে বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। চাইলে আপনারাও দেখে বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে নিতে পারেন এই ভিডিও।











