হাঁটু ও কুনুইয়ের কালো দাগ দূর করুন বাড়িতে বসেই সহজ ঘরোয়া উপায়ে! রইল পদ্ধতি!









নিজস্ব প্রতিবেদন—প্রতিদিনের কাজ কিংবা নানান ধরনের ব্যস্ততার মাঝেই শরীরের এবং ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত বাঞ্ছনীয়। অনেক সময় আমরা মুখের যত্ন নিলেও হাত বা পায়ের যত্ন নিতে ভুলে যাই। অনেক ক্ষেত্রেই আমাদের কনুইয়ে বা হাটুতে কালচে দাগ দেখা যায়।




এই দাগ অনেকটাই দৃষ্টিকটু।আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করবো কি কি ঘরোয়া উপায়ে খুব সহজেই এই দাগ দূর করা যায়।তাহলে আসুন আমাদের এই বিশেষ প্রতিবেদনটি শুরু করা যাক।হাটু কিংবা কনুই এর কালো দাগ দূর করার জন্য চিনি এবং পাতিলেবুর প্যাক বিশেষ উপকারী হতে পারে। এক্ষেত্রে প্রথমেই এক চা-চামচ চিনি দিয়ে রস করে নিতে হবে।




এরপর একটি পাতিলেবু কে সমান দু’ভাগে ভাগ করে এর মধ্যে চিনির রস দিয়ে কনুইয়ে, হাঁটুতে মিনিট দশেক ভালো করে ঘষে নিন। শেষে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। মোটামুটি সপ্তাহে তিন থেকে চারবার এই পদ্ধতির সাহায্যে খুব সহজেই দাগ দূর হয়ে যাবে।দ্বিতীয় পদ্ধতি হিসেবে আমরা বলতে পারি দই, বেসন এবং পাতিলেবুর তৈরি মিশ্রণের কথা।




এই পদ্ধতিতে প্রথমেই এক চামচ বেসন, টক দই, এক চামচ চিনি এবং এক চামচ পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে মোটামুটি সমগ্র মিশ্রনটিকে ভালো করে মিনিট দশেক সময় পর্যন্ত কালো দাগ থাকার জায়গা গুলোতে মালিশ করতে থাকুন।




শেষে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।এ পদ্ধতি ছাড়াও চিনি আর অলিভ অয়েল ব্যবহার করেও এই দাগ দূর করা যেতে পারে।এর জন্য চিনির সঙ্গে ভালো করে অলিভ অয়েল মিশিয়ে মিনিট দশেক পর্যন্ত মালিশ করে কিছুক্ষণ শুকিয়ে নিন। শেষে ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন খুব সহজেই কালো দাগ সংক্রান্ত সমস্যা সমস্যা দূরীভূত হয়ে যাবে।











